ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ধরেন্ডা ক্রেডিটে অফিস ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ

ধরেন্ডা ক্রেডিটে অফিস ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ

0
382

ডিসিনিউজ ॥ ঢাকা

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর কর্মীদের অফিস ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। ১১ সেপ্টেম্বর ধরেন্ডা ক্রেডিটের ফাদার লিউ জে. সালিভান সিএসসি ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণের সহযোগিতায় ছিল দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:, ঢাকা। ধরেন্ডা ক্রেডিটের সেক্রেটারি জুয়েল সিরিল কস্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট পিন্টু রোজারিওসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব প্রাপ্ত ১১ জন কর্মী প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণ প্রদান করেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:, ঢাকার সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, কাককোর প্রশিক্ষক রবার্ট গমেজ, শরৎ আলফন্স রড্রিক্সসহ আরও কয়েকজন।

বিকেলে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।