শিরোনাম :
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভের বিশেষ সাধারণ সভা, নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজবিডি।। সাভার
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিডেট (ধরেন্ডা ক্রেডিট) এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
২২ নভেম্বর, সাভার উপজেলাধীন ধরেন্ডা ক্রেডিটের সেক্রেটারি বিকাশ পলিনুস কোড়াইয়ার সঞ্চালনায় ও প্রেসিডেন্ট উজ্জ্বল শিমন রোজারিও এর সভাপতিত্বে ধরেন্ডা মিশন মাঠ প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পরে একই প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশনের সভাপতি সাভার উপজেলা সমবায় অফিসার মোহসিনুজ্জামান সিলেকশনের মাধ্যমে বিনা প্রতিদ্ব›িদ্বতায় অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত পরিচালনা কমিটির প্রেসিডেন্ট উজ্জ্বল শ্যামল রোজারিও, ভাইস-প্রেসিডেন্ট রিপালি জেনিস ক্রুজ, সেক্রেটারি জেনারেল লিন্টাস রক রোজারিও।
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, প্রার্থনা, প্রয়াত সদস্যদের আত্মার কল্যাণার্থে নীরবতা পালন, উদ্বোধনী নৃত্যের মাধ্যমে সভাটি শুরু হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল পুরোহিত ও ক্রেডিটের আধ্যাত্মিক উপদেষ্টা ফাদার অমল খ্রীষ্টফার ডি’ ক্রুজ।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ, এর চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রক্তণ প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা উদ্যোক্তা তৈরি ও সমবায় সমিতি পরিচালনায় পরিবর্তন আনার জন্য গুরুত্বারোপ করেন।
“সমবায় সমিতিগুলো যে পদ্ধতিতে পরিচালিত হচ্ছে তার পরিবর্তন আনা দরকার। উদ্যোক্তা তৈরির সমবায় সমিতি আমাদের দরকার। প্রয়োজনে গ্রæপগতভাবে আমাদের ঋণ দিতে হবে, তারা বড় প্রজেক্ট বাস্তবায়ন করবে এবং মানুষকে চাকুরী দিবে।” বলেন কস্তা
যুব সমাজের একটি বড় অংশ বিদেশে চলে যাচ্ছে এবং আমাদের খ্রীষ্টান সমাজের মধ্যে ব্রেইন ড্রেনেজ তৈরি হচ্ছে উল্লেখ করে কস্তা বলেন, “আমাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা এখন থেকে ২০,০০০ ছেলে মেয়েকে যদি টার্গেট করি এবং তাদের পিছনে বিনীয়োগ করি তাহলে তারাই একদিন ভালো নেতা, ভালো প্রফেশনাল হয়ে গড়ে উঠবে। কিন্তু এর জন্য আমাদের একত্রে কাজ করা প্রয়োজন।”
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া প্রথমেই ঢাকা ক্রেডিটের সদস্যদেও পক্ষ থেকে নব নির্বাচিত পরিচালনা পরিষদকে শুভেচ্ছা ও সুন্দর কাজের জন্য বিগত পরিচালনা পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
হেমন্ত কোড়াইয়া বলেন, ক্রেডিটের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিশেষ নজর দিতে হবে। “আমাদের এখন উচিত আমাদের সন্তানদের পিছনে বিনিয়োগ করে তাদের দক্ষ করে গড়ে তোলা, যাতে করে তারা বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে পারে।”
২৯ নভেম্বর, ঢাকা ক্রেডিটের স্বপ্নের প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভার নিমন্ত্রণ দিয়ে প্রেসিডেন্ট কোড়াইয়া বলেন, আপনারা গিয়ে আপনাদের হাসপাতাল দেখে আসবেন এবং বার্ষিক সাধারণ সভায় অংশ নিবেন।”
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও ধরেন্ডা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকার কর্তৃক ভ্যাট, ট্যাক্স সমবায় সমিতিতে চাপিয়ে দেয়াকে সরকার কর্তৃক গলা টিপে ধরার সামিল হিসেবে ব্যক্ত করেন।
“আমরা সমবয়ের জন্য অনেক ধরণের ফি দিচ্ছি। সরকার থেকে কোনো ধরনের প্রণোদনা বা সুবিধা আমাদের জন্য নেই উপরন্তু নানা ভাবে সরকারের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স চাপিয়ে দিয়ে কোম্পানী আইন প্রয়োগ করে সমবায় সমিতিগুলোর গলা টিপে ধরা হচ্ছে।” বলেন গমেজ
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে ধরেন্ডা ক্রেডিট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট নির্মল রোজারিও তার পূববর্তী বক্তাদের সাথে একমত পোষণ করে বলেন, ঋণ আমাদের প্রয়োজন কিন্তু একই সাথে আমাদের সঞ্চয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
“আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমাদের রেখে যেতেক হবে যা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।” বলেন রোজারিও
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ধরেন্ডা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট ও উপদেষ্টা প্রতাপ আগষ্টিন গমেজ, লরেন্স রোজারিও এবং বিলাশ বার্ণাড গমেজ।