ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে আশির্বাদিত হলো ডিভাইন মার্সি হাসপাতাল

ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে আশির্বাদিত হলো ডিভাইন মার্সি হাসপাতাল

0
402

ডিসিনিউজ।। ধর্মীয় ভাবগাম্ভির্য পরিবেশে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর আশির্বাদানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চ্যেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার উপস্থিতিতে ৩১ জানুয়ারি, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার কুচিলাবাড়িতে ঢাকা ক্রেডিট ও বাংলাদেশের সমবায়ী অঙ্গণের প্রথম হাসপাতাল আনুষ্ঠানিকভাবে আশির্বাদ করেছেন কার্ডিনাল প্যাট্টিক ডি’ রোজারিও সিএসসি, ঢাকার আর্চবিশপ বিজয় এন.ডি’ ক্রুজ ওএমআই, ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কাভিন রোনডাল।

স্বাগত বক্তব্যে কোড়াইয়া উপস্থিত সবাইকে ডিভাইন মার্সি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুভ সকাল এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডিভাইন মার্সি হাসপাতাল শুধু একটা হাসপাতাল নয়, এটা বাংলাদেশের সমবায় অঙ্গণের প্রথম হাসপাতাল।

তিনি হাসপাতালে কর্তরত সকল কর্মীকে উদ্দেশ্য করে বলেন, “আমরা শুধু এই হাসপাতালে সেবাই দিবো না, একই সাথে খ্রিষ্টের সেবা এবং ঐশ্বরিক করুণার সাক্ষী হয়ে থাকবো দেশের গন্ডি পেরিয়ে বিশ্বাবাসীর কাছে। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনাদের সহায়তা প্রয়োজন।

হাসপাতাল আশির্বাদ অনুষ্ঠানে উপস্থিত থেকে হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহŸায়ক বাবু মার্কুস গমেজ ভারতের ফাদার মুলার চ্যারিটেবল ট্টাষ্ট এবং মিশরের কপটিক চার্চকে ধন্যবাদ জানান।

গমেজ ডিভাইন মার্সি হাসপাতালের প্রত্যেকটি ষ্টাফকে হাসপাতালের হৃদস্পন্দন হিসেবে উল্লেখ করে বলেন, “যারা এখানে সেবা দিতে আছে, সিইও থেকে সাপোর্ট স্টাফ পর্যন্ত সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে, তাহলেই আমাদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব,”

“হাসপাতালটি আশির্বাদের মাধ্যমে আমরা স্বপ্ন পূরণের একটি ধাপ পূরণ করেছি। আমাদের পরবর্তী চ্যালেঞ্জগুলো সামনে এসেছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের সবার সহযোগীতা প্রয়োজন।” বলেন গমেজ
ডিভাইন মার্সি হাসপাতাল নামটি প্রস্তাব করেছিলেন কার্ডিনাল প্যাট্টিক ডি’ রোজারিও। তিনি আশির্বাদ অনুষ্ঠানে বলেন, বর্তমানে কাথলিক মন্ডলী পরিপক্ক হয়েছে।

“আমি শুরু থেকেই এই হাসপাতালের প্রত্যেকটি পদক্ষেপের খবর রেখেছি এবং আজকে সকালেও আমি ডিভাইন মার্সি হাসপাতালের জন্য প্রার্থনা করেছি।” বলেন কার্ডিনাল

তিনি, হাসপাতালের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

আশির্বাদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি:, (কালব) এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন, হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা, ঢাকা বিভাগের সমবায়ের ডেপুটি রেজিষ্টার মোসাম্মৎ নূর-ই-জান্নাত, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজসহ অন্যান্য বোর্ড সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের ফাদার, সিষ্টার, ঢাকা ক্রেডিটের উপদেষ্টাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ঢাকা ক্রেডিটের উর্ধ্বতনকর্মীবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ।