শিরোনাম :
ধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে মন্ডলীর প্রত্যেককে কাজ করার আহ্বান জানিয়েছে কার্ডিনাল কাভোকাদ
ডিসিনিউজবিডি।। ঢাকা
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে এবং সহাবস্থান নিশ্চিৎকরণে মন্ডলীর প্রত্যেককে ঐক্যবন্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের ডিকাস্টারি ফর ইন্টাররিলিজিয়াস ডায়ালগ-এর প্রিফেক্ট কার্ডিনাল জর্জ যাকোব কোভোকাদ ও ভাতিকানের প্রতিনিধিদল।
১০ সেপ্টেম্বর, কাকরাইল বিশপ হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কার্ডিনাল কভোকাদ এই আহ্বান জানান। বাংলাদেশ সফরের পঞ্চম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের এই সফরের শেষ পর্যায়ে এসেছি এবং আপনাদের এই সংস্কৃতিতে ও আতিথিয়তায় আমি মুগ্ধ। আমি আরো মুগ্ধ আপনাদের আন্ত:ধমীয় সহাবস্থান দেখে যা শান্তি স্থাপনে ভুমিকা রাখছে।
“আমরা এই কয়েক দিনে বেশ ফলপ্রশু আলোচনা করেছি, আমরা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অন্যধর্মের সাথে এক সাথে কাজ করেতে পারি। ”, কার্ডিনাল কাভোকাদ
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের এই আলোচনাগুলোকে সঠিকভাবে তুলে ধরাই পারে বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি ও ঐক্য গড়ে তুলতে।

ভাতিকানের প্রতিনিধিগণ তাদের এই সফরকে কোনো রাজনৈতিক সফর বলতে নারাজ, তারা বলেন বাংলাদেশ সফর হলো বন্ধুত্বপূর্ণ সফর এবং তারা বাংলাদেশ সম্পর্কে জানতে, শুনতে এসেছেন।
তারা মনে করেন এই সফর বাংলাদেশের আন্ত:ধর্মীয় সম্প্রীতিতে কার্যকর ভুমিকা রাখবে।
যুবরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।, তাদের শিক্ষার গুরুত্ব দিতে হবে বলেন কার্ডিনাল কাভোকাদ। “সকল ধরণের সমস্যার ক্ষেত্রে আমাদের নন-ভায়োলেন্স সমাধান খুঁজতে হবে”
সাংবাদিক সম্মেলনে ভাতিকানের প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন ঢাকা আর্চডায়োসিসের বিশপ বিজয় এন ডি’ ক্রুজ, চট্রগ্রাম আর্চডায়োসিসের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, ঢাকাস্ত ভাতিকানের রাষ্ট্রদূত কেভিন রান্ডাল।
































































