শিরোনাম :
ধোবাউড়ায় মারধরের পর গারো নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ
ময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের পর এক গারো নারীর চুল কেটে দেয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চন্দ্রকোনা গ্রামের নিরঞ্জন আজিম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে লিনা মানখিনের (৪৫) বিবাদ ছিল। পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার দুপুরে নিরঞ্জন আজিমের সাথে বাথরুম স্থাপনের বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে নিরঞ্জন আজিম গং লিনা মানখিনের উপর চড়াও হন। তাঁরা লিনাকে মারধর করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে মাথার চুল কেটে দিয়েছে বলে অভিযোগে জানানো হয়।
এ ঘটনার পরে স্থানীয়রা লিনাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত নিরঞ্জন আজিমের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। (জন জাতির কন্ঠ)