ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ক্লাব ডে পালন

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ক্লাব ডে পালন

0
922

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাসে ১২ মে, (শনিবার) ক্লাব ডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসি। অনুষ্ঠানের প্রথম অংশে উপাচার্য জাতীয় পতাকা এবং মডারেটর ও সহকারি মডারেটরবৃন্দ ৮টি ক্লাবের পতাকা উত্তোলন করেন।

ফাদার প্যাট্রিক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো দেশীয় ঐতিহ্য-সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পাচ্ছে। আমরা যদি নিজের সংস্কৃতিকে না জানি, সংস্কৃতির চর্চা যদি না করি তাহলে জাতি হিসেবে আমাদের উন্নয়ন সম্ভব হবে না৷

এ সময় উপাচার্য, শিক্ষকম-লী এবং অতিথিবৃন্দ বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। বিভিন্ন ক্লাব তাদের স্টল রঙিন ভাবে সাজিয়ে তাতে বিভিন্ন ধরনের খাবার, কম্পিউটার সামগ্রী, টি-শার্ট, হস্তশিল্পজাত দ্রব্য এবং প্রসাধনী পণ্য বিক্রির জন্য প্রদর্শন করে। চিত্তবিনোদনের জন্য অনেক ক্লাব অনেক ধরনের খেলারও আয়োজন করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল ৪ টায়। এ পর্বে বিভিন্ন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনার মধ্যে ছিল দলীয় সংগীত, পুঁথি পাঠ, রবীন্দ্রসংগীত, নজরুল গীতি, রোমিও-জুলিয়েট, রাধা-কৃষ্ণ ও সেক্সপিয়রের গল্প অবলম্বনে মিউজ্যিক্যাল ড্রামা ও আঞ্চলিক রম্য বিতর্ক। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানটি উপভোগ করেন।

এরপর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাভিদ আঞ্জুম আদিত ও ইংরেজি বিভাগের প্রভাষক সামি হোসেন চিশতি সকলকে ধন্যবাদ জানান।

আরবি.আরপি. ১৩ মে, ২০১৮