ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৬ নভেম্বর ২০২৪
বাংলা : ২ অগ্রহায়ণ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নদ্দায় ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার

নদ্দায় ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার

0
54

ডিসিনিউজবিডি।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর আয়োজনে রাজধানীর নদ্দায় আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর, ভাটারা ডি মাজেনড গীর্জা প্রাঙ্গণে প্রায় ৮০০ সদস্যের উপস্থিতিতে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ এর সঞ্চালনায় প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া’র সভাপতিত্বে শিক্ষা সেমিনারটি অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া উপস্থিত সকলকে ঢাকা ক্রেডিটের ৪৫,০০০ সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিক্ষা সেমিনারের উদ্দেশ্য তুলে ধরেন।

তিনি বলেন, “আমাদের শিক্ষা সেমিনারে উদ্দেশ্য হলো নতুন যারা সদস্য হবেন এবং যারা পুরোনো সদস্য তাদেরকে ক্রেডিটের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানানো, আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক সাধারণ সভা সম্পর্কে অবহিত করা এবং সদস্যদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেয়া।”

প্রেসিডেন্ট সমিতির ত্রি-বার্ষিক পরিকল্পনার ৯৬ শতাংশ অর্জিত হয়েছে উল্লেখ করে বলেন, “আমরা যে অর্জন আজকে করতে পেরেছি তা আপনাদেরই জন্য। আগামীতেও সেই ধারা আপনারা অব্যাহত রাখবেন।”

সমিতির বিভিন্ন প্রকল্প, সদস্য সংখ্যা, বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির সেক্রেটারি মাইকেল জন গমেজ।

সেক্রেটারি মাল্টিমিডিয়ার মাধ্যমে সমিতির অগ্রগতি তুলে ধরতে গিয়ে বলেন, আমরা ঢাকা ক্রেডিটের সেবাসমূহকে বর্তমানে ডিজিটাল সেবার পরিণত করতে চেষ্টা করছি। ইতোমধ্যে আপনারা ঘরে বসেই ডিজিটালী এ্যাপ ব্যবহার করে ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন।”

এছাড়াও সেক্রেটারি ঢাকা ক্রেডিটের সংবাদ মাধ্যম ডিসিনিউজ সম্পর্কে বলেন, আপনারা ঢাকা ক্রেডিটসহ খ্রিষ্টান সমাজের ঘটে যাওয়া ঘটনাগুলোর খবরাখবর ডিসিনিউজবিডি পোর্টাল এবং এর ফেইসবুক পেইজের মাধ্যমে জানতে পারছেন।

একটি প্রতিষ্ঠানের উন্নয়ন তখনই সম্ভব যখন সেই প্রতিষ্ঠানে সমমনা দল দায়িত্বে থাকে উল্লেখ করে ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, “আপনার আমাদের এই ন্যায়, সত্য ও সুন্দরের দলকে ১৯৯৬ সাল থেকে সমর্থন দিয়ে আসছেন বলেই ঢাকা ক্রেডিট আজকে এতো উন্নয়ন করেছে।”

আগামীতেও আপনারা আমাদের এই দলকে সমর্থন দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি, বলেন রোজারিও।

শিক্ষা সেমিনার থেকে নদ্দায় ঢাকা ক্রেডিটের একটি স্থায়ী কার্যালয় যেখানে সকল সুবিধা থাকবে, ঢাকা থেকে ডিভাইন মার্সি হাসপাতালে সেবা নিতে যাওয়ার জন্য যাতায়াতের ব্যবস্থা করা, একটি বৃদ্ধাশ্রম নির্মান, নারীর ক্ষমতায়নের জন্য প্রকল্প হাতে নেয়াসহ অন্যান্য দাবি উত্থাপন করা হয়।

শিক্ষা সেমিনারে বিভিন্ন সমবায়ের নেতৃবৃন্দের সাথে ঢাকা ক্রেডিটের উপদেষ্টা মন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা ক্রেডিটের ডিরেক্টর শিপন রোজারিও, নিরাপদ হালদার, ডন এ অধিকারী, প্রত্যেশ রাংসা, মনিকা গমেজ, সুপারভাইজরী কমিটির সেক্রেটারী সুহৃদ গমেজ, সদস্য পংকজ লরেন্স কস্তা, মারিয়া ডি কুনা ও মলয় নাথ এবং ক্রেডিট কমিটির সেক্রেটারী মোশী মন্ডল, সদস্য বকুল রোজারিও ও সুশন্ত কুবি উপস্থিত ছিলন।