ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নবনির্বাচিত মেয়রদ্বয়কে অভিনন্দন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের

নবনির্বাচিত মেয়রদ্বয়কে অভিনন্দন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের

0
375

ডিসিনিউজ || ঢাকা

গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচিত মেয়র জনাব আতিকুল ইসলাম ও ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া ডিসিনিউজকে বলেছেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচিত মেয়র জনাব আতিকুল ইসলাম ও ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসকে উষ্ণ অভিনন্দন জানাই। আমরা আশা করি নির্বাচিত দুই মেয়র ঢাকাবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে তারা নিজেদের আত্ম-নিয়োগ করবেন। সেই সাথে সিটি কর্পোরেশনের নির্বাচনে যেসমস্ত কাউন্সিলরগণ জয়ী হয়েছেন তাদেরও অভিনন্দন জানাই।”
তারা আরো বলেন, আমরা প্রত্যাশা করি নগরীর যেসমস্যাগুলো রয়েছে, সেগুলোকে তারা গভীরভাবে উপলব্ধী করবেন এবং সমাধানে তারা কার্যকরী পদক্ষেপ নিবেন। আমরা মনে করি, কাউন্সিলরগণের সাথে মেয়রদ্বয় নিবিড় সম্পর্ক রেখে সমস্যা সমাধানে কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যারা নির্বাচনে জয়ী হয়েছেন, তাদের নিবিড়ভাবে কাজ করার কোনো বিকল্প নাই। আমাদের দিক থেকে যে সহযোগিতা করা দরকার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ বরাবর সহযোগিতা করবে। নির্বাচনে যারা ভোট দিয়েছেন, তাদের অভিনন্দন জানাই। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ঢাকার নব নির্বাচিত দুই মেয়র কাজ করে যাবেন- সেটাই আমাদের প্রত্যাশা।’

এসোসিয়েশনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, পরিচ্ছন্ন, আধুনিক, জল ও যানজটমুক্ত নগর গড়ে তোলার ক্ষেত্রে নির্বাচিত এই জনপ্রতিনিধিদের ভূমিকাই মূখ্য। একই সাথে তাঁরা মেয়র ও কাউন্সিলরগণের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সাথে খ্রিষ্টানদের মতবিনিময় সভা