ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized নবনির্বাচিত সাংসদ আখতারউজ্জামানকে খ্রীষ্টান নেতৃবৃন্দের সংবর্ধনা

নবনির্বাচিত সাংসদ আখতারউজ্জামানকে খ্রীষ্টান নেতৃবৃন্দের সংবর্ধনা

0
204

ডিসিনিউজ।। ঢাকা

নবনির্বাচিত সাংসদ আখতারউজ্জামানকে গাজীপুর-৫ আসনের খ্রীষ্টান নেতৃবৃন্দের পক্ষ থেকে ঢাকার তেজগাঁওয়ের হোটেল গ্রান্ড মহলে সংবর্ধনা প্রদান করা হয়।

২২ জানুয়ারী, মুক্তিযোদ্ধা সন্তোস লুইশ গমেজের সভাপতিত্বে ও পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ, মেজর জেনারেল (অব) জন গমেজ, প্রাক্তণ শিক্ষক রতন পিটার গমেজ, কারিতাস এশিয়া’র প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, তুমিলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর বাক্কুসহ গাজীপুর-৫ আসনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনসহ বিভিন্ন সমবায় সমিতি ও সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া এমপি আখতারউজ্জামানকে।

সংবর্ধনা অনুষ্ঠানে আখতারউজ্জামান তার জয়লাভকে খ্রিষ্টান সম্প্রদায়ের একটা নীরব বিপ্লব হিসেবে উল্লেখ করে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, আমার আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। আপনাদের মাধ্যমেই আমি, তাই আপনাদের সকল দাবি শুনেছি এবং আপনাদের সঙ্গে নিয়েই আমি সেগুলো বাস্তবায়নে চেষ্টা করে যাব।

“সবমায় আন্দোলন হলো বঙ্গবন্ধুর হাতে গড়া একটা ঐতিহ্য। কাজেই ঐতিহ্যের উপর কোনো কোম্পানী আইন প্রয়োগ হতে পারে না। আপনারা আমাকে সহযোগীতা করেন এবং আমি আমার জায়গা থেকে আপনাদের এই সমস্যার সমাধানের চেষ্টা করবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর একটা সমাধান দিবেন।” বলেন ডাকসুর সাবেক ভিপি ও নবনির্বাচিত সাংসদ আখতারউজ্জামান।

এর আগে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট কোড়াইয়া উপস্থিত সবাইকে ঢাকা ক্রেডিটের ৪৫ হাজার সদস্য এবং বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কো-আপারেটিভকে কোম্পানী আইনের অধীনে নিয়ে যাওয়ার বিষয়ে আখতারউজ্জামান এর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, আমরা সমবায় মন্ত্রণালয়ের অধীনেই যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। এটা একটা সামাজিক আন্দোলন এখানে কোম্পানী আইন হলে সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে। আমি এমপি মহোদয়কে অনুরোধ করবো যেন তিনি বিষয়টি সংসদের তুলে ধরে এর সমাধান করেন,” বলেন কোড়াইয়া। তিনি, ইস্টার সানডেতে সরকারি ছুটিরও দাবি জানান।