ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৬ নভেম্বর ২০২৪
বাংলা : ২ অগ্রহায়ণ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized নয়ানগর খ্রীষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র ৩২ তম বার্ষিক সাধারণ সভা...

নয়ানগর খ্রীষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

0
41

ডিসিনিউজ ।। ঢাকা

১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় নয়ানগর ডি’ মাজেনড গীর্জায় সেন্ট ইউজিন সেন্টারে সমিতির সদস্যদের উপস্থিতিতে ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নয়ানগর ক্রেডিট ইউনিয়নের সভাপতি রিচার্ড রিপন সর্দার’র সভাপতিত্বে এবং সেক্রেটারি শুভজিৎ সাংমা ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা মনিরা আখতার, ঢাকা বহুমুখী সমবায় সমিতির প্রেসিডেন্ট এলবার্ট সুরেন মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো- অপারেটিভ হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ।

বার্ষিক সাধারণ সভার শুরুতে সভাপতি রিচার্ড রিপন সর্দার প্রতিষ্ঠাকালীন সকল সদস্য যারা পৃথিবীর মায়া ত্যাগ করে প্রভূতে নিদ্রিত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ বর্তমান ব্যবস্থাপনা কমিটির প্রতি আপনাদের যে অকুণ্ঠ সমর্থন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বর্তমান পরিস্থিতিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সকল চ্যালেঞ্জ মোকাবেলা পূর্বক সদস্যদের ২.৫০% ডিভিডেন্ড এবং ১০% রিবেট প্রদানে সমর্থ হয়েছি। ৩২তম বার্ষিক সভার জন্য আমরা একত্রিত হওয়ার সাথে সাথে, আসুন আমরা আমাদের অর্জনগুলোকে প্রতিফলিত করি, আমাদের অভিজ্ঞতা থেকে শিখি এবং আশাবাদ ও সংকল্পের সাথে ভবিষ্যতের দিকে তাকাই।’

প্রধান অতিথি দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা তার বক্তব্যে বলেন,‘ সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সকলের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে এতো প্রতিকূলতার মধ্যেও আপনারা যে পরিমাণ লভ্যাংশ প্রদান করেছেন তা প্রশংসার দাবিদার। ঋণ খেলাপি রোধে ভবিষ্যতে আপনাদের ঐক্য অটুট থাকবে এই প্রত্যাশা করি।’
সমিতি পরিচালনায় তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘১৯৫৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কো অপারেটিভ মুভমেন্টে হয়ত আমরা অনেক এগিয়েছি কিন্তু খেলাপি ঋণের কারণে অনেক সমিতি আজ হুমকির মুখে।
সেই সাথে আমাদের সমীতিগুলোকে আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি আমাদের ধরিত্রী মাতাকে রক্ষায় ও কাজ করে যেতে হবে। আমাদের সদস্যদের শিক্ষিত করার জন্য সকল সমবায় সমিতিগুলোকে একত্রিত ভাবে কাজ করতে হবে। তাহলে সমাজ বদলাবে, দেশ এগিয়ে যাবে।’

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তার বক্তব্যে বলেন, ‘ সমিতির কার্যক্রম এখন আর শুধু ঋণ দেয়া নেয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। সমিতির উৎকর্ষতা লাভে আমাদের উৎপাদনমুখী খাতে কাজের পরিধি বাড়ানোর চিন্তা করতে হবে। একা কোনো সমিতি চলতে পারে না। তাই আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সদস্যদের অনেক দায়বদ্ধতা রয়েছে সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। খেলাপি ঋণ যার মধ্যে অন্যতম বাধা। আপনারা বহুমুখী উদ্যোগের ফলে ঋণ আদায়ের হার শতকরা ৯৪% উন্নীত করেছেন যার জন্য আপনাদের সাধুবাদ জানাই।’

তিনি কাক্কো এবং কালব এর কর্মকর্তাদের উদ্দেশ্যে সমবায় সমিতির উপর আরোপিত উৎস করের যে নীতিমালা সরকার প্রণয়ন করেছে তা সংস্কারের জন্য সময়োপযোগী পদক্ষেপের দাবি জানান।

সেই সাথে তিনি আগামী ২৯ তারিখে ডিভাইন মার্সি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভায় সকলকে উপস্থিত থেকে বার্ষিক সাধারণ সভা সফল করার আহŸান জানান।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা, বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদের কার্যক্রম প্রতিবেদন পাঠ ও অনুমোদন, আর্থিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদনসহ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়l