ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নাগরী ক্রেডিটের নির্বাচন: ফিলিপ গমেজের জয় লাভ

নাগরী ক্রেডিটের নির্বাচন: ফিলিপ গমেজের জয় লাভ

0
361

ডিসিনিউজ ।। ডেক্স

নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর সাধারণ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয় লাভ করেছেন ফিলিপ গমেজ।

২৯ অক্টোবর সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে ফিলিপ গমেজ ১৫৩৮ ভোট পেয়ে প্রতিদ্ব›িদ্ব সুমন রোজারিও’কে পরাজিত করেন। সুমন রোজারিও ভোট পান ১৪৯৬টি। সুমন রোজারিও এবং ফিলিপ গমেজ দুটি প্যানেলের মধ্যেই এবার নানা পদে প্রার্থীরা জয় লাভ করেছেন। নির্বাচনে ভাইস-চেয়ার‌ম্যান হিসেবে নিখিল রোজারিও, সেক্রেটারি টুটুল পিটার রড্রিক্স, ট্রেজারার বিদ্যুৎ ভিক্টর এসেনসন জয় লাভ করেন। এ ছাড়াও পরিচালক, অভ্যন্তরীন নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি এবং ঋণ দান কমিটির পক্ষ থেকে দুটি প্যানেল থেকে জনপ্রিয় প্রার্থীরা জয় লাভ করেন।

সাধারণ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তারা নতুন বোর্ডের জন্য শুভ কামনা করেন এবং সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দক্ষতার সাথে পরিচালনার আহ্বান জানান।

২৯ অক্টোবর, সকাল থেকে সদস্যরা উপস্থিত হয়ে নির্বাচনে অংশ নেয়। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হয়েছে বলে জানান ভোটারগণ। সদস্যরা আশা করছেন নির্বাচিত প্রার্থীরা যোগ্য নেতৃত্ব দিয়ে সমিতিকে একটি গৌরবোজ্জ্বল স্থানে উন্নীত করবে।