ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নারায়ণগঞ্জের মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন খ্রিষ্টান নেতৃবৃন্দের (ভিডিও)

নারায়ণগঞ্জের মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন খ্রিষ্টান নেতৃবৃন্দের (ভিডিও)

0
414

ডিসিনিউজ || নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন খ্রিষ্টান নেতৃবৃন্দ।
১১ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল সেখানে পরিদর্শনে যান।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, নারায়ণগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট পিন্টু পিউরীফিকেশন, সেক্রেটারি সৌরভ দেউরী, লক্ষ্মীবাজার থানা শাখার সেক্রেটারি ভিক্টর রে।
৪ সেপ্টেম্বর নামাজ পড়ার সময় গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৩৩ জন মুসল্লি মারা গেছেন। চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘যাদের অবহেলায় এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’
তিনি অগ্নি কান্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘মসজিদে অগ্নিকান্ডে মুসল্লি ভাইদের মারা যাওয়ার ঘটনায় আমরা খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ খুবই মর্মাহত। আমরা চাই এই ঘটনার একটি সুষ্ঠ তদন্ত হোক। দোষীরা বিচারের আওতায় আসুক।’