ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক নিউইয়র্কে গ্লোরিয়া ঝর্ণা সরকার সংবর্ধিত

নিউইয়র্কে গ্লোরিয়া ঝর্ণা সরকার সংবর্ধিত

0
956

|| ক্যালভিন মন্ডল, নিউইয়র্ক ||

নিউইয়র্কের ইউনাইটেড বাংলা লুথারেন চার্চ অব আমেরিকায় বাংলাদেশের প্রথম খ্রিষ্টান নারী সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন ৩৩০, আসন ৩০) এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারকে নিউইয়র্কস্থ বাঙ্গালী খ্রিষ্টান কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার জাতিসংঘের ৭৪তম অধিবেশনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্ক এসেছেন।
২২ সেপ্টেম্বর, রবিবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন রেভাঃ জেমস রয়, রোভাঃ যোষেফ ডি বিশ্বাস, ক্যালভিন মন্ডল, জেমস নির্মল সরকার ও জর্জ পিন্টু অধিকারী।

আরো পড়ুন: সমবায়ে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা বাতিলের আবেদন গ্লোরিয়া ঝর্ণার

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইভ্যানঞ্জিলিক্যাল বেঙ্গলী চার্চের পাস্টর রেভাঃ যোষেফ ডি বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে তিনি মহান সৃষ্টিকর্তার উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বিশেষ সন্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘দেশ রত্ন গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা আমাদের সমাজ থেকে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত করে আমাদের সমাজকে সন্মানিত করেছেন ও আমাদের প্রত্যাশার কিছুটা হলেও পূরণ করেছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড বাংলা লুথারেন চার্চ অব আমেরিকার পাস্টর রেভাঃ জেমস রয়। শুরুতে পবিত্র বাইবেল পাঠ করেন বাংলা বাইবেল চার্চের পালক রেভাঃ ড, লিওনার্ড বিপ্লব দাস। প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন ফার্ষ্ট বাংলা ব্যাপ্টিষ্ট চার্চের প্রাক্তন পালক রেভাঃ ডমিনিক ঢালী। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গিত বাজানোর সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। ক্যালভিন মন্ডলের পরিচালনায় ও আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রধান এ্যাডভোকেট গ্লোরিয়া ঝণা সরকার ও উপস্থিত বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব দেন ড. রেভাঃ প্রদীপ দাস, জেমস নির্মল সরকার, যোষেফ হাওলাদার, টনা ভৌমিক প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাদার স্ট্যানলী আদি গমেজ, এটর্নি অশোক কর্মকার, মো: জাকির হোসেন প্রমুখ। বক্তাগণ মানব সেবা, গণতন্ত্র, ন্যায্যতা, উন্নয়ন, মানবাধিকার ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন এবং অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারের কল্যাণ কামনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জন্ম স্থান, শিক্ষা, মানব কল্যাণে তার স্বপ্ন, রাজনীতিতে অংশগ্রহণ, মানুষের প্রতি ভালোবাসা, তার প্রতি মানুষের সমর্থন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন। এই প্রবাসে বাংলাদেশ খ্রীষ্টান কমিউনিটি যে সম্মান প্রদর্শন করলো তার প্রতি আয়োজকসহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মানব কল্যাণে কাজ করার জন্য সকলের নিকট প্রার্থনা ও আশীর্বাদ কামনা করেন।

পাস্টর রেভাঃ জেমস রয় প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিথ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরিশেষে রেভা খ্রীষ্টফার অধিকারীর সমাপনি প্রর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

শুধু ঢাকা মেডিকেলেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০জনের

গোবিন্দগঞ্জে বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার কমিটির সদস্য হামলার শিকার

আর্থ-সামাজিক উন্নয়নে শাকদা পরিত্রাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন