শিরোনাম :
নিখোঁজের দুই সপ্তাহেও মিলেনি বাউল শিল্পী সুবাসের সন্ধান
ডিসি নিউজ:
নিখোঁজ হওয়ার দুই সপ্তাহেও মিলেনি বাউল শিল্পী সুবাস রোজারিওর খোঁজ। তাঁর পরিবারের সদস্যরা দিন কাটাচ্ছেন দুশ্চিন্তায়। ২৪ সেপ্টেম্বর চাটমোহর রেলস্টেশর থেকে রাতে বাউল শিল্পী সুবাস রোজারিও নিখোঁজ হন। জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পাবনা জেলার এসপি রফিকুল ইসলামকে ফোন করার পরে পুলিশ ৫ অক্টোবর চাটমোহর রেলস্টেশন এবং চাটমোহরের স্থানীর চারজন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করে চাটমোহর থানার ওসি।
পাবনা জেলার এসপি রফিকুল ইসলাম ৫ অক্টোবর সুবাস বাউলের বড় ভাই লুইস রোজারিওকে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করতে বলেন। প্রথমে বড়াইগ্রাম থানার পুলিশ মামলা গ্রহনের কথা অস্বীকৃতি জানিয়ে লুইসকে বলেন, ‘সুবাস হারিয়েছে চাটমোহর থেকে এই মামলা চাটমোহর থানায় হবে।’
কিন্তু পরক্ষণেই পাবনা থানার এসপি নাটোর জেলার এসপিকে ফোন দেওয়ার পরে বড়াইগ্রাম থানার পুলিশ মামলা গ্রহণ করেন। বড়াইগ্রাম থানার পুলিশ একই দিনে ৩৬৪ ধারায় ৩৬৫ প্যানেল কোটে অজ্ঞাতনাম একটি মামলা গ্রহণ করেন, মামলার নাম্বার হচ্ছে ৮ নং।
মামলার পর থেকে প্রশাসন সুবাসকে উদ্ধারের তৎপরতা শুরু করে এবং সুবাসের ভাই লুইসকে আশ্বাস দেন খুঁজে বের করার।
পুলিশ সুবাস বাউলের ব্যবহৃত ব্যাগ, মোবাইল, ম্যানিব্যাগ উদ্ধার করে চাটমোহর রেলস্টেশনের একটি চায়ের দোকান থেকে।
সুবাস নিখোঁজ হওয়ায় বাউল সমাজ জাতীয় প্রেসক্লাবের সামনের ২ অক্টোবর মানববন্ধন করে বাউল শিল্পী সুবাস রোজারিও’র সন্ধান চান।
আরো পড়ুন:
দেশের ৪২ জন গুণীজনকে সম্মাননা জানালো বিসিএ
ভেরোনিকা হত্যার প্রতিবাদে কালীগঞ্জের মঠবাড়ীতে মানববন্ধন