শিরোনাম :
নিটল-টাটা মটরস্ ড্রাইভার ট্রেনিং স্কুলের সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কালিয়াচাপড়ায় নিটল-টাটার প্রশিক্ষিত ড্রাইভার প্রার্থীকে সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান করেন নিটল-টাটা মটরস্ ড্রাইভার ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল লে. কর্ণেল এস. এম. আলী জেহাদ।
ড্রাইভিংস্কুলে ২৯৪জন লাইসেন্স এবং ৭৪৫ জনকে ড্রাইভিং সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিন্সিপাল লে. কর্ণেল এস. এম. আলী জেহাদ নতুন ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারা যখন রাস্তায় গাড়ি চালাবেন তখন সকল ট্রাফিক নিয়ম পালন করবেন। তাহলে দুর্ঘটনা কমে যাবে। মনে রাখবেন ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।’
তিনি আরো বলেন, সঠিকভাবে ড্রাইভিং শিখুন, দুর্ঘটনার হার কমিয়ে আনুন, সুন্দর নিরাপদ জীবন গড়তে সহায়তা করুন।
ঢাকা ক্রেডিটের মাধ্যমে নিটল-টাটার ড্রাইভিং প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৪ জন প্রশিক্ষণার্থী ড্রাইভিং ট্রেনিং গ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেন।
নিটল-টাটা মটরস্ ড্রাইভার ট্রেনিং স্কুলের ম্যানেজার আজম আলী সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রতি মাসে প্রথম দিন শুরু হয় ড্রাইভিং ট্রেনিং এবং শেষ হয় মাসের শেষ দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কালিয়াচাপড়ায়।
ঢাকা ক্রেডিট খ্রিষ্টান যুবাদের কর্মসংস্থান গড়ার লক্ষে নিটল-টাটার সাথে যৌথভাবে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। প্রশিক্ষণ শেষে ঢাকা ক্রেডিট প্রশিক্ষণার্থীদের মানোন্নয়নের জন্যও আলাদাভাবে সেমিনার পরিচালনা ও অনুশীলনের ব্যবস্থা করে থাকে।