শিরোনাম :
নিরাপত্তাকর্মীদের ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের মাস্ক প্রদান
ডিসি নিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটের নিরাপত্তাকর্মীদের কেএন-নাইনটিফাইফ মাস্ক বিতরণ করলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।
আজ ১২ অক্টোবর সোমবার বিকেল ৫টায় ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে প্রায় ২০০ নিরাপত্তাকর্মীকে এই মাস্ক প্রদান করেন। ঢাকা ক্রেডিট সিকিউরিটি প্রকল্পের গার্ডদের পক্ষে মাস্কগুলো গ্রহণ করেন প্রকল্পের পিডি বিজয় ম্যানুয়েল ডি, প্যারেস।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সমিতির ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস ও প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও।
পিডি বিজয় প্যারেস বলেন, এগুলো নিরাপত্তাকর্মীদের জন্য খুবই সহায়ক হবে। দায়িত্ব পালনকালে তারা ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য যে, ২০১৬ সালে আরম্ভ হওয়া এই প্রকল্পটি বর্তমানে লাভজনকভাবে ঢাকা ক্রেডিটের স্থাপনাসহ অন্যান্য অফিসেও নিরাপত্তাকর্মী দের সরবরাহ করছে। করোনাকালেও কর্মীরা নিষ্ঠার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।