শিরোনাম :
নেপালের কাঠামান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়।
মোমবাতির আলোয় আলোকিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার। স্বজন, বন্ধু, সহকর্মী ও প্রিয় মানুষকে হারানোর বেদনায় মূর্ত হয় ভাষাশহীদদের স্মৃতির স্মারক শহীদ মিনার। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউ এস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের আবহটা ছিল এমনই।
এ আয়োজনে অংশ নেয় নানা শ্রেণী-পেশার মানুষ। নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা। মোমবাতি প্রজ্বালনের পর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়
উল্লেখ্য, সোমবার দুপুরে নেপালের কাঠমান্ডুতে চার ক্রু, দুই শিশুসহ ৬৭ আরোহী নিয়ে বাংলাদেশি ইউএস-বাংলার বিএস-২২১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে ৫০ যাত্রীর প্রাণহানি ঘটে। ঘটনাস্থলে মারা যান ৩২ জন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ যাত্রী।
৩২ যাত্রী ও চার ক্রুসহ মোট ৩৬ বাংলাদেশি ওই ফ্লাইটে ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আর ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপ ও একজন চীনের নাগরিক ছিলেন।
আরবি.আরপি. ১৪ মার্চ, ২০১৮