শিরোনাম :
নৈপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২০-তম বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজবিডি।।
গাজীপুর সিটিকর্পোরেশনের অধীনে ভাদুনের নৈপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুজয় পিউরীফিকেশন এর সভাপতিত্বে ও সেক্রেটারী উৎস ডি কস্তা’র সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো)লি:,এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, এর চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, এর ভাইস চেয়ারম্যান ডিউক পি. রোজারিও ও সেক্রেটারী পেপিলন হেনরী পিউরীফিকেশন, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর সেক্রেটারি মাইকেল জন গমেজ এবং ভাদুন গির্জার পাল পুরোহিত সেন্টু রোজারিও।
এছাড়াও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, এবং অন্যান্য সমবায় সমিতি থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং প্রার্থনার মাধ্যমে শুরু হওয়া বিশেষ সাধারণ সভার শুরুতে সভাপতি সুজয় পিউরীফিকেশন উপস্থিত প্রধন অতিথি, গেষ্ট অব অনার, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবর্গ, প্রাক্তণ কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্ধকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সভাপতি ২০-তম বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণ, মূল্যবান মতামত প্রদান ও পরিচালনা পরিষদের ভুল-ত্রæটি নিয়ে গঠনমূলক সমালোচনার আহŸান জানান।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত নৈপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ২০১৬ সালে রেজিষ্ট্রেশন লাভ করে।

































































