ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পবিত্র ক্রুশ সংঘে প্রতিপালিকার পর্ব উদযাপন

পবিত্র ক্রুশ সংঘে প্রতিপালিকার পর্ব উদযাপন

0
985

নয়ন যোসেফ গমেজ, সিএসসি:
পবিত্র ক্রুশ সংঘের প্রতিপালিকা শোকার্তা জননী মারীয়ার পর্ব ১৪ সেপ্টেম্বর বিকালে মহাসমারোহে তেঁজগাও হলি ক্রস সিস্টারদের কনভেন্টে উদযাপন করা হয়।
পর্বোপলক্ষে পবিত্র ক্রুশ সংঘের ফাদার, ব্রাদার, সিস্টার, সেমিনারীয়ান ও বিভিন্ন গঠনগৃহের প্রার্থীদের সমাগমে প্রথমেই উন্মুক্ত প্রার্থনা করা হয়। এরপর ‘শোকার্তা জননী মারীয়া আমাদের দয়াশীলতার আদর্শ’ মূলভাবের আলোকে সহভাগিতা করেন সিস্টার শিল্পী রোজারিও সিএসসি এবং সিস্টার মেরী রেণু সমদ্দার সিএসসি। সন্ধ্যায় খ্রিষ্টযাগের পূর্বে উপস্থিত অতিথিগণ ষোলটি দলে ভাগ করে নির্ধারিত একটি প্রশ্নের আলোকে দলীয় আলোচনা ও প্রতিবেদন তৈরি করেন।
বেদীমঞ্চে সাতজন ফাদারের উপস্থিতিতে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি। খ্রিষ্টযাগে উপদেশ প্রদান করেন পবিত্র ক্রুশ সংঘের ফাদারদের প্রদেশপাল ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ সিএসসি। উপদেশে ফাদার জেমস বলেন, ‘আমরা মা মারীয়ার শোক ও কষ্টের কারণ আর মা মারীয়া আমাদের আনন্দের কারণ। এজন্য আমাদের প্রতিষ্ঠাতা ধন্য বাসিল আন্তনী মেরী মরো পবিত্র ক্রুশ সংঘকে শোকার্ত জননী মারীয়ার নিকট উৎসর্গ করেছেন; যাতে মা মারীয়ার আদর্শ আমরাও আমাদের জীবনে অনুকরণ ও অনুসরণ করতে পারি।’
খ্রিষ্টযাগের পর রাতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুষ্ঠান শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে পর্বোৎসবের সমাপ্তি হয়।

আরো পড়ুন:

ভারতে নেতিবাচক সংবাদের বিরুদ্ধে ফাদার-সিস্টারদের আন্দোলন

উড়িষ্যার প্রথম খ্রিষ্টান আদিবাসী নারী পাইলট

১৩ জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস

কাশ্মীরে সংলাপের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পাকিস্তানি বিশপদের