শিরোনাম :
পরপারে চলে গেলেন চার্চ অব বাংলাদেশের দ্বিতীয় বাঙালি বিশপ
যিহিস্কেল মধু ।। ঢাকা
পরপারে পাড়ি জমালেন চার্চ অব বাংলাদেশের দ্বিতীয় বাঙালি বিশপ মডারেটর রাইট রেভা. মাইকেল সভারঞ্জন বাড়ৈ (অব:)।
তিনি ১৭ মে (শনিবার), রাত ১১টা ৪৫ মিনিটে মনিপুরীপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
নিউ ইস্কাটনের সেন্ট টমাস চার্চে (নতুন কেন্দ্র) সকাল ১১টায় প্রথম ও সদরঘাট সেন্ট টমাস ক্যাথিড্রালে দুপুর ২টায় দ্বিতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে নারিন্দায় বিকাল সাড়ে ৪টায় সমাধিস্থ করা হয়।
তার বিদেহী আত্মার কল্যাণ কামনা করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ। তারা প্রয়াতের আত্মার চিরশান্তি কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশে চার্চ অব বাংলাদেশের প্রথম বাঙালি বিশপ হয়েছিলেন প্রয়াত বিশপ বিডি মন্ডল। এরপর দ্বিতীয় বাঙালি বিশপ হয়েছিলেন প্রয়াত বিশপ মাইকেল এস. ঊাড়ৈ। তিনি মধ্য বয়সে ঈশ্বরের আহ্বানে পালকীয় কাজের দায়িত্ব গ্রহণ করেন।
কর্মজীবনে চার্চ অব বাংলাদেশের নতুন ডায়োসিসে তিনি ডেপুটি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আশির দশকের শেষের দিকে গির্জার ভৌগোলিক অবস্থান ও কাজের পরিমাণ বৃদ্ধি এবং এর সামাজিক পরিচর্যার ধারাবাহিকতা আরও দক্ষতার সাথে এবং কার্যকরভাবে অব্যাহত রাখার জন্য এবং যাজকীয় কাজের আরও ভাল তত্ত্বাবধানের জন্য কুষ্টিয়া জেলা শহরে দ্বিতীয় একটি ডায়োসিস প্রতিষ্ঠিত হয়। রেভারেন্ড মাইকেল এস. বাড়ৈকে ডেপুটি মডারেটর হিসেবে ৩০ নভেম্বর, ১৯৯০ খ্রিষ্টাব্দে রতনপুরের সেন্ট পিটার্স চার্চে কুষ্টিয়াা ডায়োসিসের বিশপ হিসেবে অভিষিক্ত করা হয়। পরবর্তীতে তিনি ২৪ জানুয়ারি, ২০০৩ খ্রিষ্টাব্দে ঢাকা ডায়োসিসের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে। দীর্ঘ ২৩ বছর চার্চ অব বাংলাদেশে সেবা এবং নেতৃত্ব দিয়ে তিনি অবসর গ্রহণ করেন।
তিনি বরিশালের উজিরপুর থানার ইন্দুরকানি গ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, পুত্রবধূ এবং নাতী-নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

































































