শিরোনাম :
পরপারে চলে গেলেন ডিসি স্কুলের প্রধান শিক্ষকের মা কিরণ তেরেজা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ এর মা কিরণ তেরেজা গমেজ মারা গেছেন।
১০ ফেব্রুয়ারী, ২০২৫ দুপুর ১:৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে কিরণ তেরেজা গমেজ ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
ছয় সন্তানের মা কিরণ তেরেজা গমেজ তুমিলিয়া ধর্মপল্লীর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। মৃতকালে তিনি পাঁচ সন্তান, নাতী-নাতনী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেছে গেছেন।
ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারী তেরেজা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

১১ ফেব্রুয়ারী, সকাল ৯:০০ টায় তুমিলিয়া ধর্মপল্লীতে খ্রীষ্টযাগের পরে কিরণ তেরেজা গমেজ ‘কে ধর্মপল্লীর কবরস্থানে সমাহিত করা হয়।
রতন পিটার গমেজ তার মায়ের আত্মার কল্যানার্থে সকলের প্রার্থনা কামনা করেন।
































































