শিরোনাম :
পরলোকে আশ্রয় নিলেন বিথীকা বাড়ৈ!
ডিসিনিউজ ।। ঢাকা
সংসার মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন বিথীকা বাড়ৈ। ২২ ডিসেম্বর রাত ১০টায় ঢাকার শমরিতা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রাজাবাজার কল্যাণ সমিতির চেয়াম্যান মার্সিয়া মিলি গমেজের মা এবং ঢাকা ক্রেডিটের বিদায়ী প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের শাশুরি ছিলেন বিথীকা বাড়ৈ। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, জামাতা ও নাতি-নাতনি রেখে যান।
বরিশালের বাগদা গ্রামে জন্ম তার। সেখানেই পড়াশোনা করে ঢাকায় হলি ফ্যামিলি হাসপাতাল থেকে নার্সিং পড়াশোনা করেন। একই হাসপাতালে তিনি নার্সিং পেশা শুরু করে সেখানেই কর্মময় জীবন শেষ করেন।
তার মৃত্যুর খবর শুনে ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ও সমাজের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।
২৩ ডিসেম্বর গ্রীনরোডস্থ ইম্মানূয়েল ব্যাপ্টিষ্ট চার্চে তার শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনানুষ্ঠান শেষে তার মরদেহ পুরান ঢাকার ওয়ারী কবরাস্থানে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়। সংক্ষিপ্ত প্রার্থনানুষ্ঠান শেষে বেলা ১টায় স্বামী জন জ্যোতির্ম্ময় বাড়ৈর সমাধিতেই তাকে সমাহিত করা হয়।
ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, রাজাবাজার কল্যাণ সমিতি, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব বাংলাদেশ, সাভার ওয়াইএমসিএস, ঢাকা এবিসিএস, বাংলাদেশ ব্যপ্টিষ্ট চার্চ সান্ডেস্কুলসহ বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠন তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও কর্মীরা সকালে শেষকৃত্যের প্রার্থনানুষ্ঠানে উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন, শোক প্রকাশ ও আত্মার কল্যাণ কামনা করেন।