শিরোনাম :
পরলোকে ঢাকা ক্রেডিটের কর্মী ডমিনিক পিউরীফিকেশনের বোন জসিন্তা পিউরীফিকেশন
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের বোন জসিন্তা পিউরীফিকেশন আর নেই। তিনি আজ সকালে অসুস্থাবস্থায় পাবনার মথুরাপুর ধর্মপল্লীতে মেয়ের বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
মাউছাইদ ধর্মপল্লীর মৃত প্যাট্রিক খাকুরী পিউরীফিকেশন ও মৃত উলালিয়া পেরেরার ১১ ছেলে-মেয়ের মধ্যে জসিন্তা পিউরীফিকেশন দ্বিতীয় সন্তান। জসিন্তা নাগরী ধর্মপল্লীর বাগদির ইউজাব রোজারিওর সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন।
মৃত্যুকালে জসিন্তা পিউরীফিকেশন রেখে গেছেন মেয়ে লিন্ডা রোজারিওসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ।
জসিন্তা পিউরীফিকেশনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।