শিরোনাম :
পরলোকে মার্সেল খোকন গমেজ
ডিসিনিউজ:
 মারা গেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মার্সেল খোকন গমেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। ২ নভেম্বর তিনি নিজ বাসায় মারা যান।
 আজ সকালে ইন্দ্রিরা রোর্ডের বাসায় মার্সেল খোকন গমেজের মরদেহে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ফুল দিয়ে শুভেচ্ছা শ্রদ্ধা জানান ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 
 মৃত্যুকালে মার্সেল রেখে গেছেন তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তিনি একশন এইড বাংলাদেশে প্রশাসনিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। 
 তাঁর বাড়ি নবাবগঞ্জের বক্সনগর গ্রামে। তিনি এন্থনি গমেজ ও মারিয়া গমেজের সন্তান। 

































































