শিরোনাম :
পাকিস্তানে অপহৃত খ্রিষ্টান কিশোরীর ফিরে আসার গল্প
ডেস্ক নিউজ:
পাকিস্তানের লাহোরে স্নেহা (১৪) নামের এক কিশোরী সম্প্রতি অপহরণের শিকার হয়। তাঁকে ছয়জন যুবক জোর করে একটি গাড়িতে করে অপরিচিত জায়গায় নিয়ে গণধর্ষণ করে। একটি সাদা কাগজে জোর করে সই নেয়। তাঁকে মৃত্যুর ভয় দেখিয়ে জোর করে ধর্মান্তরিত ও বিয়ে করে। অপহরণের শিকার মেয়েটির বাবা থানায় মামলা করে। মেয়েটি ফ্রান্সিসকান গার্লস হাই স্কুলের ছাত্রী।
পুলিশ এক সপ্তাহ পরে মেয়েটিকে উদ্ধার করে। তবে অপহরণকারীরা এখনো ধরা পড়েনি। বরং তাঁরা মেয়েটির বাবাকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
পাকিস্তানে সংখ্যালঘু নারীদের অপহরণ, ধর্ষণ ও ধর্মান্তরের ঘটনা প্রায়ই ঘটে। এই সব ঘটনার প্রতিবাদ করেছেন পাকিস্তানের সংখ্যালঘু সাংসদরা। সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দও মেয়েটি নির্যাতন হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসলামের ইতিহাসে জবরদস্তি করে ধর্মান্তরিত করার কোনো উদাহরণ নেই। আমি জোর করে ধর্মান্তরিত করার তীব্র নিন্দা জানাই। সূত্র: ফিদেস
































































