শিরোনাম :
পাগাড়ে ঢাকা ক্রেডিটের এটিএম বুথ উদ্বোধন
ডিসিনিউজ, গাজীপুর:
আজ ঢাকা ক্রেডিটের ৯ম এটিএম বুথ শুভ উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। গাজীপুরের টঙ্গীর পাগাড় সেবাকেন্দ্রে এটিএম বুথ উদ্বোধন অনুষ্ঠানে প্রার্থনা ও আশীর্বাদ করেন পাগার কোয়াজি ধর্মপল্লীর পাল-পুরোহিত জেভিয়ার পিউরীফিকেশন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশে সমবায় আন্দোলনে ঢাকা ক্রেডিট সর্ব প্রথম এটিএম সার্ভিস শুরু করে ইতিহাস সৃষ্টি করেছে। আমরা চাই সদস্যদের সর্বোৎকৃষ্ট সেবা দিতে। ২০২২ খ্রীষ্টাব্দে মঠবাড়িতে আমরা ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল উদ্বোধন করবো। সেখানে ঢাকা ক্রেডিটের সদস্যসহ সবাই সেবা পাবেন।’
ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করেন ফাদার জেভিয়ার পিউরীফিকেশন। তিনি বলেন, ‘বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ঢাকা ক্রেডিটও এটিএম সার্ভিস চালু করেছে- এটা প্রশংসনীয় উদ্যোগ। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি পাগাড়ের খ্রিষ্টভক্তরা ঢাকা ক্রেডিটের এটিএম সেবা গ্রহণ করে উপকৃত হবেন।’
ঢাকা ক্রেডিট শুধু খ্রিষ্টানদের না এক সময় কিন্তু অন্য ধর্মের মানুষেরও সেবা করবে, বলেন ঢাকা ক্রেডিটে উপদেষ্টা ও পাগারের অধিবাসী স্ট্যানলি পিউরীফিকেশন।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পাপড়ী আরেং, সুপারভাইজরি কমিটি চেয়ারম্যান জন গমেজ, সদস্য ষ্টেলা হাজরা, পাগাড় সেবা কেন্দ্রের সেক্রেটারি ফেলিক্স চন্দন কস্তা, পাগাড় সেবা কেন্দ্রের ম্যানেজার প্রফুল্ল রোজারিও, ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডির ইউনিয়ন লি: এর সাবেক চেয়ারম্যান এলিয়াস কস্তা, মাউসাউদ ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান আগষ্টিন ছেড়াও, হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের চেয়ারম্যান লিটন গমেজসহ প্রায় ৬০ জন। ঢাকা ক্রেডিটের আইটি বিভাগের কর্মী থিউফিল ডি’কস্তা অনুষ্ঠানে কীভাবে ঢাকা ক্রেডিটের এটিএম কার্ড ব্যবহার করতে হবে তা ব্যাখ্যা করেন।
হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের চেয়ারম্যান লিটন গমেজ অনুষ্ঠানে হারবাইদে ঢাকা ক্রেডিটের একটি কালেকশন বুথ চালু করার অনুরোধ করেন।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পাপড়ী আরেং, সুপারভাইজরি কমিটি চেয়ারম্যান জন গমেজ, সদস্য ষ্টেলা হাজরা, পাগাড় সেবা কেন্দ্রের সেক্রেটারি ফেলিক্স চন্দন কস্তা, পাগাড় সেবা কেন্দ্রের ম্যানেজার প্রফুল্ল রোজারিও, ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডির ইউনিয়ন লি: এর সাবেক চেয়ারম্যান এলিয়াস কস্তা, মাউসাউদ ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান আগষ্টিন ছেড়াও, হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের চেয়ারম্যান লিটন গমেজসহ প্রায় ৬০ জন। ঢাকা ক্রেডিটের আইটি বিভাগের কর্মী থিউফিল ডি’কস্তা অনুষ্ঠানে কীভাবে ঢাকা ক্রেডিটের এটিএম কার্ড ব্যবহার করতে হবে তা ব্যাখ্যা করেন।
হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের চেয়ারম্যান লিটন গমেজ অনুষ্ঠানে হারবাইদে ঢাকা ক্রেডিটের একটি কালেকশন বুথ চালু করার অনুরোধ করেন।