ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
বাংলা : ২০ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পানজোরাতে ভয়াবহ আগুনে পুড়লো বসত বাড়ি

পানজোরাতে ভয়াবহ আগুনে পুড়লো বসত বাড়ি

0
1335

লরেন্স রানা || গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জের নাগরীর পানজোরাতে আগুনে পুড়ে গেল বসত বাড়ি। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেল মানুয়েল এসেনসন (৭৫) এবং তার পরিবারের। খোলা আকাশের নীচে ভারী বৃষ্টিতে পরিবারটি পার করছে মানবেতর জীবন। সহায়সম্বল – নগদ অর্থ হারিয়ে তারা আজ সবহারা। রান্না করে খাওয়া বা রাত্রি যাপন করার মতোও কোন কিছু অবশিষ্ট নেই। পুড়ে গেছে শিশুদের বই খাতাসহ পুরো বসত বাড়ি।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের সুত্রে জানা গেছে, আজ ভোর ৫.৩০ দিকে মানুয়েল এসেনসনের ঘরের পাটাতনে আগুন দেখা যায়। মুহুর্তে আগুন ছড়িয়ে পরে পাশাপাশি তিনটি ঘরসহ পুরো বাড়িতে। নিজেরা শিশু সন্তান সহ বেরিয়ে আসতে পারলেও আগুনের লেলিহানে পুড়ে যায় পুরো বাড়িতে রাখা নানা আসবাবপত্রসহ মূল্যবান কাগজ পত্র-নগদ অর্থ। টিনের চালার ঘরে কোনো কিছুই আর অবশিষ্ট নেই।

পরে কালীগঞ্জের ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস গমেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ডিসিনিউজকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বাড়ির বেকারি থেকে আগুন লেগেছে। বাড়িটির সব কিছু পড়ে ছাই হয়ে গেছে।’।

আগুন লাগা ঘরের সাথে রয়েছে মানুয়েল এসেনসনের মালিকানাধীন বেকারি যা ভাড়ায় অন্য একজন চালু রেখে ব্যবসা করছে।