ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পানজোরাতে সাধু আন্তনীর তীর্থোৎসব ৭ ফেব্রুয়ারী

পানজোরাতে সাধু আন্তনীর তীর্থোৎসব ৭ ফেব্রুয়ারী

0
2859

ডিসিনিউজ || গাজীপুর
গাজীপুরের ঐতিহ্যবাহী নাগরীর পানজোরাতে পাদুয়ার সাধু আন্তনীর তীর্থোৎসব মহাসমারোহে পালন করা হবে ৭ ফেব্রুয়ারী।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তীর্থোৎসবে পর্বকর্তাদের জন্য শুভেচ্ছা দান ১০০০ (এক হাজার টাকা)। এছাড়াও যারা তীর্থভূমি উন্নয়নে অংশগ্রহণ ও সহযোগিতা করতে চান তাদেরকে সরাসরি নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ঐতিহ্যবাহী পানজোরার আলৌকিক কর্মসাধক মহান সাধু আন্তনীর এই মহাতীর্থোৎসবে যোগদান করে তার মধ্যস্থতায় ঈশ^রের অনুগ্রহ ও দয়া-আশীর্বাদ লাভ করতে সকলকে আমন্ত্রণ জানানো হয়। নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ও পালকীয় পরিষদের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পর্বকর্তাদের শুভেচ্ছা দান সরাসরি নাগরী ধর্মপল্লীতে অথবা স্থানীয় পাল-পুরোহিতের মধ্য দিয়ে দেওয়া যাবে। আগাম যোগাযোগের ভিত্তিতে ৫০ টাকা রেজিস্ট্রেশনের মাধ্যমে পর্বদিনে দুপুরের প্যাকেট লাঞ্চ সংগ্রহ করার সুবিধা রয়েছে, তবে তা ২ ফেব্রুয়ারীর মধ্যে তা স্থানীয় পাল-পুরোহিতের মাধ্যমে জানাতে হবে।
নভেনা খ্রিষ্টযাগ: ২৯ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী সকাল ৬:৩০ মিনিট এবং বিকাল ৩:৪৫ মিনিট
পর্বীয় খ্রিষ্টযাগ: ৭ ফেব্রুয়ারি: ১ম খ্রিষ্টযাগ সকাল ৭.০০টা, ২য় খ্রিষ্টযাগ সকাল ১০.০০টায়।

যারা দূর-দূরান্ত থেকে আগের দিন আসতে চান তাদের জন্য ঢাকা ক্রেডিটের রিসোটে থাকার সু-ব্যবস্থা রয়েছে।নির্ধারিত টাকা পরিশোধ করে সেখানে থাকা, খাবারের ব্যবস্থা থাকবে। যোগাযোগ করুন: লিন্টাস দেশাই: ০১৭০৯৮১৫৪৮০, ইলিয়াস পিন্টু কস্তা: ০১৭০৯৯৯৩০৯০

[wp1s id=”11311″]