শিরোনাম :
পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
শনিবার (১৭ মার্চ) পাবনা জেলা পরিষদের আয়োজনে রশিদ হল অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেলা ১১টায় রশিদ হল অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশন ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এ দিন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএস।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আব্দুল আলীম, পাবনা জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মতিউর রহমান, প্যানেল চেয়ারম্যান বিজয় ভূষণ রায়, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ ও লিপি ইয়াসমিন প্রমুখ ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, ‘বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ।বঙ্গবন্ধু জন্মেছিল বলে জন্মেছিল বাংলাদেশ।বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের শিশুরাই আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।আজকের শিশুদের এই মহৎ ব্যক্তির জীবনী জানতে উৎসাহিত করা প্রয়োজন।’
আরবি.আরপি.১৮ মার্চ, ২০১৮