ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পাবনায় বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনায় বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
621

“বির্তক মানে যুক্তি,বিজ্ঞানে মুক্তি” এই শ্লোগানে আনন্দঘন পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ে বিএফএফ সমকাল জাতীয় বির্তক প্রতিযোগিতা।

শনিবার দুপুরে পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এই বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সমকাল সুহৃদ সমাবেশ এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদ্বন্দিতাপূর্ণ বির্তক প্রতিযোগিতায় পাবনার ইমাম গায্যালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং পাবনারসেন্ট্রাল গার্লস হাইস্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।শ্রেষ্ঠ বির্তাকিক নির্বাচিত হন ইমাম গায্যালী গার্লসহাইস্কুল অ্যান্ড কলেজের নুরুন্নাাহার ইয়াসমিন নুপুর।

পরে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন পাবনা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক মোঃ সাইফুল আলম স্বপন চোধুরী, পাবনা চেম্বারের সহ সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, চেম্বারের পরিচালক জাহিদ হোসেন জামিম,ফরিদুল ইসলাম,এ এইচ এম রেজাউন জুয়েল।

এই বির্তক প্রতিযোগিতায় শহরের ৮টি স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করে।স্কুলগুলো হলো-পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কৃৃষ্ণপুর সরকারি বালিকা বিদ্যালয়, পাবনা আর্দশ গার্লস হাইস্কুল,ছিদ্দিক মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ,গোপাল চন্দ্র ইন্সটিটিউট, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা শহীদ সাধন সঙ্গীত কলেজের প্রাত্তন অধ্যক্ষ ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,পাবনা পাইওনিয়র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুনেচ্ছা ববিন,,সাহিত্য ও বির্তক ক্লাব পাবনার যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, পাবনা টেকনিক্যাল শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু ও পাবনা ইসলামিয়া কলেজের শিক্ষক মোহাম্মদ আলী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও মর্ডারেটরের দায়িত্ব পালন করেন ড.মোঃ মনছুর আলম।