শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম থেকে মহিলা সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি মনোনীত হলেন খাগড়াছড়ির বাসন্তি চাকমা।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন খাগড়াছড়ির বাসন্তি চাকমা।
সংরক্ষিত নারী আসনে সরকারী দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে তিনিই খাগড়াছড়ির প্রথম নারী হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পেলেন।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে রাত ১০টার দিকে সংরক্ষিত নারী সংসদ হিসেবে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টেরও সদস্য।
খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তৃনমূল পর্যায়ে দলকে শক্তিশালী করাসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে ভোটের ময়দানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সংরক্ষিত আসনে এমপি মনোনীত হওয়ায় বাসন্তি চাকমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘পার্বত্য জেলায় নারী উন্নয়ন, শিক্ষার প্রসার, আর্থ-সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে বিশেষ অবদান রেখে পাহাড়ে আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থীর বিজয়ের পর বাসন্তী চাকমাকে সংরক্ষিত নারী আসনে সরকারী দলের মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে মহান জাতীয় সংসদে বাংলাদেশের এক-দশমাংস পার্বত্য চট্টগ্রামের চারজন সংসদ প্রতিনিধিত্ব করবে।
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বাসন্তী চাকমাকে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।
ডিসিনিউজ/আরবি.এনপিসি. ৯ ফেব্রুয়ারি ২০১৯