ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পুনরুত্থান উৎসবকে সরকারি ছুটির দাবিতে বিসিএ’র মানব বন্ধন কর্মসুচী

পুনরুত্থান উৎসবকে সরকারি ছুটির দাবিতে বিসিএ’র মানব বন্ধন কর্মসুচী

0
685

এবার বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ইস্টার সানডে সরকারি ছুটির জন্য মানব বন্ধনের আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাবের সামনে।

খ্রিষ্টান ধর্মীয় ভাইবোনদের পুনরুত্থান রবিবার বা ইস্টার সানডে সরকারী ছুটির ঘোষণা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি।

এরই লক্ষে আগামীকাল মানব বন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। আগামীকাল শনিবার ঠিক ইস্টারের আগের দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসোসিয়েশনের উদ্যোগে এই মানব বন্ধর অনুষ্ঠিত হবে ।

এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া ডিসিনিউজকে জানান, ‘খ্রিষ্টানদের দীর্ঘদিনের দাবি ইস্টার সানডে দিনকে যেন পাবলিক হলিডে বা সরকারী ছুবি হিসেবে ঘোষণা দেয় সরকার। এই দিন সরকারী ছুটি না থাকায় ইস্টার সানডের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে অসুবিধয়ায় পড়তে হয় অনেক খ্রিষ্টানদের। বিশেষ করে অফিসগুলোও ছুটি দিতে চায় না।
‘পাবলিক পরীক্ষাগুলো- এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশনসহ অন্যান্য পরীক্ষার তারিখও ইস্টার সানডের দিন পড়ে, ফলে ইস্টারের আনন্দ মাটি হয়ে যায়।’ বলেন সেক্রেটারি কোড়াইয়া।

এসোসিয়েশনের এই দাবির সাথে একাত্মতা জানিয়েছেন খ্রীষ্টানদের বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। মান্ডলিকভাবেও এই দাবির সাথে একাত্মতা জানিয়েছেন ধর্মীয় সম্প্রদায়।

বরিশাল ধর্মপল্লীর ভিকার জেনারেল ফাদার মাইকেল বলেন, ‘সকলের ধর্মীয় উৎসবগুলো আনন্দের সাথে পালন করার জন্য সুযোগ থাকা প্রয়োজন। খ্রিষ্টানদের পুনরুত্থান উৎসব অন্যতম একটি পার্বন। এদিনকে সরকারি ছুটির ঘোষণা দেওয়া উচিত। আশা করি সরকার এ বিষয়ে সুনজর দেবে।’

উল্লেখ্য গণ আন্দোলনে সকলকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায় খ্রীষ্টানদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।

 

আরবি.এইচআর. ২৯ মার্চ, ২০১৮