ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ৭ম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ৭ম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

0
1427

১ মার্চ, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের মঠবাড়ী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায়ীদের সংগঠন “মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” এর ৭ম বার্ষিক সাধারণ সভা মঠবাড়ী ধর্মপল্লীর পালকীয় সেবাকেন্দ্রে সদস্যদের উপস্থিতিতে সকাল সাড়ে ১০ টায় সমিতির চেয়ারম্যান রবার্ট পঙ্কজ গমেজ’র সভাপতিত্বে শুরু হয়।

সভায় কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জনাবা শাহীন সুলতানা প্রধান অতিথি, গেস্ট অফ অনার হিসেবে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ, পাল পুরোহিত ফাদার উজ্জল লিনুস রোজারিও, সহকারী পুরোহিত ফাদার সমর ক্রুশ, বিশেষ অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান শ্রীমতি শর্মিলী দাস মিলি, কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পঙ্কজ গিলবার্ট কস্তা, নাগরী ক্রেডিটের চেয়ারম্যান সুমন লরেন্স রোজারিও, সেক্রেটারি শর্মিলা রোজারিও, ট্রেজারার বিনয় ডি ক্রুশ, মাউসাইদ ক্রেডিটের চেয়ারম্যান ডেবিড প্রবীণ রোজারিও, ম্যানেজার সুমন কোড়াইয়া, নাগরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার বাবলু রোজারিও সহ স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির নের্তৃবৃন্দ আসন গ্রহণ করেন। সমিতির জয়েন্ট সেক্রেটারি স্ট্যানিসলাস সোহেল রোজারিও’র কোরাম ঘোষণা এবং স্থানীয় সহকারী পুরোহিত সমর ক্রুশের প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় সমিতির গাজীপুর জেলা পর্যায়ে এবং কালীগঞ্জ উপজেলা পর্যায়ে স্বীকৃতি-সুনাম অর্জনের জন্য সমিতির বর্তমান পরিষদকে অভিনন্দন জানানো হয়। উপস্থিত অতিথিবৃন্দও সমিতির এই অর্জনে বাহবা প্রকাশ করেন এবং উৎসাহ প্রদান করেন। বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত কার্যক্রম ছাড়াও সমিতির আগামী ০৩ মে ২০১৯ খ্রীষ্টাব্দ নির্বাচন প্রসঙ্গে সমিতির বর্তমান পরিচালকমন্ডলীকে ধারাবাহিকতা রক্ষা করে সমিতির উন্নয়ন এবং অর্জনের জন্য কাজ করে যেতে সদস্যরা পরামর্শ প্রদান করেন। সারাদিনব্যাপী এই সভায় রবার্ট পঙ্কজ গমেজ- চেয়ারম্যান, ডেবিড রোজারিও-ভাইস- চেয়ারম্যান, সুরেন রিচার্ড গমেজ- জেনারেল সেক্রেটারি, স্ট্যানিসলাস সোহেল রোজারিও- জয়েন্ট সেক্রেটারি, নন্দন আগষ্টিন ক্রুশ- ট্রেজারার, ডিরেক্টর হিসেবে প্যাট্রিক রোজারিও, রনি গোছাল, রিচার্ড ফ্রান্সিস রোজারিও, প্রণতি পেরেরা, সঞ্চয় রড্রিক্স, সঞ্জিত গডিনু এবং লোন এনালাইসিস কমিটি এবং আভ্যন্তরীন নিরীক্ষা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভার সভাপতি এবং সমিতির সম্মানিত চেয়ারম্যান রবার্ট প্ঙ্কজ গমেজ বিদায়ী এই সাধারণ সভায় সদস্য-সদস্যাদের তাঁর এই কার্যকালে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তিনি সমিতির সদস্য-সদস্যাদের একতাবদ্ধ থাকার আহবান জানান এবং আগামীদিনে সমিতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাইকে আহবান জানান। সভায় উপস্থিত সকলকে মিষ্টি, কেক ও মধাহ্ন ভোজনে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, ২০১২ খ্রীষ্টাব্দের ০১ জুন তারিখে পরিবর্তনের লক্ষ্য নিয়ে মূলমন্ত্র হিসেবে “আমাদের অর্থ আমরা করব ব্যবহার: হবে সোনালী সমৃদ্ধ ভবিষ্যতের হাতিয়ার” মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে। সমিতি ১২ জুন ২০১২ খ্রীষ্টাব্দ গাজীপুর জেলা সমবায় অফিস হতে রেজিস্ট্রেশন লাভ করে, যার নিবন্ধন নং ২০৫১।