ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রতি বছরের মত এবারও জমেছে মুসাই বাজার

প্রতি বছরের মত এবারও জমেছে মুসাই বাজার

0
582

প্রায় ২০ বছরের উপরে পার হয়ে গেচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা- মৌলভীবাজার হাইওয়ে রাস্তার সঙ্গে মুসাই বাজার।

বাজারটিতে মানুষের দৈনন্দিন ব্যবহারের কিছুই পাওয়া যায় না। তবে আছে কয়েকটি চা দোকান ও কয়েকটি পরিবার, এরপর ১০ টির মত ফলের আরৎদোকান। আর এই ফলের আরৎত থাকাই  দেশের বিভিন্ন ফল পাইকারদের কাছে এই মধু মাস সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রতিনিয়তই চলছে আরৎদার ও পাইকারদের ফলের নিলাম ডাকাডাকি।

সেই সাথে পর্যটন এলাকা হওয়াই পর্যটকরা খালি হাতে ফিরছে না, কিছুনা কিছু ফল নিয়েই যাচ্ছে।

এই বাজারে প্রতিবছর লেবু বিক্রয় চলে। লেবুর পাশাপাশি যে মৌসুম, যে ঋতুতে যে ফল পাওয়া যায় সেগুলোর বিক্রয় হয়। যেমন আনারস, ঝারু, কলা ও নাগা মরিচ।

মধু মাসে সবচেয়ে জনপ্রিয় এই বাজারে জমে উঠেছে এদেশের জাতীয় ফল কাঁঠাল। মে মাস থেকে জুলাই পর্যন্ত বেশি বিক্রি হয় কাঁঠাল। প্রতিটি কাঁঠাল এখানে বিক্রয় চলছে ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে।

এই ফল স্হানীয় বৈরাগী পুঞ্জি, আলিয়াছড়াখাসিয়া পুঞ্জি, আমতলি চা বাগান, লসনা ও সাতগাঁও এলাকা থেকেই সবচেয়ে বেশি এই বাজারে আসে।

স্হানীয় কয়েকজন আদিবাসী খাসিয়া পান চাষিরা  বলেন, আমাদের এলাকার পাহাড় গুলো কাঁঠালের জন্য অনেক ভালো। প্রতি বছরই এখানে পানের পাশাপাশি ভালো কাঁঠাল হয়।

এদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কয়েকজন পাইকারগন বলেন, আমারা এখানে কয়েক বছর ধরে ব্যবসা করে আসছিনা, অনেক বছর ধরে এখানের কাঁঠাল দেশের বিভিন্ন জায়গাই নিয়ে গিয়ে বিক্রি করি।

আরবি.আরপি. ২৩ মে, ২০১৮