শিরোনাম :
প্রতি মাসে ১ কোটি ৩০ লাখ মায়ের কাছে বৃত্তির টাকা যাবে ‘মায়ের হাসি’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
(ফাইল ছবি)
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ‘শিওর ক্যাশে’র মাধ্যমে সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
‘মায়ের হাসি’ নামে এ প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১ কোটি ৩০ লাখ মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা পৌঁছে যাবে।
১ মার্চ, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে বিতরণের এ কর্মসূচির উদ্ধোধন করেন।
‘মায়ের হাসি’ নামে এ প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, যেসব মায়ের কাছে মোবাইল ফোন নেই, তাদের ২০ টাকা ফ্রি টকটাইমসহ ২০ লাখ সিম দেওয়ার চুক্তি করেছে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক। অর্থাৎ এখন সবার হাতেই মোবাইল ফোন ও এর মাধ্যমে টাকা চলে যাচ্ছে। টাকা তোলার জন্যে ঝামেলা পোহাতে হচ্ছেনা। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেমেয়েরা যেন বিপথে না যায়, ছেলেবেলা থেকেই তাদের সেভাবে গড়ে তুলবেন। তারা যেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে, দেশকে ভালবাসতে পারে।’
এসএস/আরপি/আরবি/ ২ মার্চ, ২০১৭