শিরোনাম :
প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের ফলাফল
২০১৯ সালে এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নেয় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীগণ।
বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে মোট ১৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন কৃতকার্য হয়। পাসের হার ৬৯ শতাংশ। বিজ্ঞান শাখা থেকে ৭জন এবং বাণিজ্য শাখা থেকে ৪ জন শিক্ষার্থী পাস করে।
চলতি বছর এসএসসি ও সমমানের পাসের হার ৮২.২০ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে শতকরা ৪.৪৩ ভাগ। মোট জিপিএ-৫, ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। মোট পাসের হার বৃদ্ধি পেলেও জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।