ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ০৭ নভেম্বর ২০২৫
বাংলা : ২৩ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট প্রশ্নাতিত ভোটের মাধ্যমে নির্বাচিত ঢাকা ক্রেডিটের নতুন ব্যবস্থাপনা কমিটি

প্রশ্নাতিত ভোটের মাধ্যমে নির্বাচিত ঢাকা ক্রেডিটের নতুন ব্যবস্থাপনা কমিটি

0
195

ডিসিনিউজবিডি।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচনে প্রশ্নাতিত ভোটের মাধ্যমে নতুন পরিচালনা পরিষদ নির্বাচিত হয়েছে।

৭ নভেম্বর, তেজগাঁও বটমলী হোমস বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফুর্ত ভোটের মাধ্যমে আটজন বোর্ড ডিরেক্টর নির্বাচিত হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিও, সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা, ট্রেজারার সুমন জেমস ডি’ কস্তা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

৭ নভেম্বর, আটটি বোর্ড ডিরেক্টর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। নির্বাচনে সর্বাধিক ভোট প্রাপ্তির ভিত্তিতে মনোজ ক্লেমেন্ট গমেজ, মনিকা গমেজ, সলোমন ইগ্নোসিয়াস রোজারিও, পংকজ লরেন্স কস্তা, নিরাপদ হালদার, ডন এ অধিকারী, ফিলিপ গমেজ, বাঁধন চিরান জয় লাভ করে।

ক্রেডিট কমিটি কমিটিতে কোনো প্রতিদ্বন্দি না থাকয় উমা ম্যাগডেলিন গমেজ চেয়ারম্যান, মলয় নাথ সেক্রেটারী এবং সদস্য হিসেবে লেনার্ড যোসেফ পিউরীফিকেশন, তমাল গমেজ, পিনাক দাস বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়।

সুপারভাইজরি চেয়ারম্যান মারিয়া ডি’কুনা, সেক্রেটারি সুহৃদ গমেজ, সদস্য রাজকুমার মন্ডল, জেফরী জর্জ কস্তা এবং মি. সমিরন সমর ভৌমিক বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়।

ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত প্রেসিডেন্ট বিগত ব্যবস্থাপনা পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২২ জানুয়ারি, ১৯৬৯ খ্রিষ্টাব্দে সাভারের ধরেন্ডা ধর্মপল্লীতে তার জন্ম। স্থানীয় পর্যায়ে যুব সংগঠনে নেতৃত্বের মাধ্যমে তার নেতৃত্বের ধারা শুরু। এরপর পর্যায়ক্রমে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ইউনিয়ন লি:-এর ডিরেক্টর, ট্রেজারার, সেক্রেটারি ও প্রেসিডেন্ট হিসেবে দক্ষতার সাথে সেবা দিয়েছেন।

নির্বাচনের পরে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাইকেল জন গমেজ উপস্থিত সকলকে এবং ঢাকা ক্রেডিটের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনারা আমাদের পুরো প্যানেলকে নির্বাচনে বিজয়ী কলেছেন।”

তিনি সদস্যদের বলেন, আপনাদের সম্পদ পরিসম্পদের সঠিক ব্যববহারের মাধ্যমে যেন আপনাদের লগ্নী করা সম্পদের যথাযথ হেফাজত করতে পারি তার জন্য আগামীদিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন ও আমাদের জন্য প্রার্থনা করবেন।

একই সাথে নির্বাচনের পরে বর্তমান প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া সদস্যদের ধন্যবাদ জানান এবং যারা নির্বাচিত হয়েছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, বর্তমান ব্যবস্থাপনা কমিটি চেষ্টা করেছি সততার সাথে আমাদের দায়িত্ব পালন করতে এবং আগামী বোর্ডও সততার সাথে কাজ করবেন।

“নেতৃত্বের ধারাবাহিকতায় নতুন বোর্ড সদস্যদের সর্বাধিক গুরুত্ব দিয়ে সেবা করবে।” বলেন কোড়াইয়া

একই সাথে যে তিনজন নির্বাচিত হতে পারেননি, তাদেরকেও অনুরোধ জানান যেন একত্রে ঢাকা ক্রেডিটের জন্য এগিয়ে আসে।

সাবেক প্রেসিডেন্ট নির্মল রোজারিও নতুন নির্বাচিত ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন ও সমবায় কর্মকর্তাদের যারা এই নির্বাচনক সুষ্ঠু করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছে।”

তিনি বলেন, সদস্যরা দেখতে চান ধারাবাহিক নেতৃত্ব এবং সেটা ২০০৫ সাল থেকে চলে আসছে। আমাদের প্রতি সদস্যদের ভরসা আছে এবং আমরা চাই সেই ভরসা যেন নষ্ট না হয়। আপনাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। আপনাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও ভরসা আছে।

এই সময়ে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ যিনি নির্বাচন শেষে অনুষ্ঠান পরিচালনা করেন এবং নতুন ব্যবস্থাপনা পরিষদকে ধন্যবাদ জানান।

পরে, নতুন ব্যবস্থাপনা পরিষদকে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা ক্রেডিটের সদস্যদের পক্ষ থেকে সিইও এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক খোন্দকার হুমায়ূন কবীর, সদস্য হিসেবে ছিলেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক নুরে-ই-জান্নাত ও ঢাকা জেলা সমবায় কর্মকর্তা এসএম শহিদুজ্জামান।