ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ০৫ জানুয়ারী ২০২৫
বাংলা : ২১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রীতি ক্রিকেট ম্যাচে চাটমোহর ক্রিকেট একাডেমীর জয়লাভ

প্রীতি ক্রিকেট ম্যাচে চাটমোহর ক্রিকেট একাডেমীর জয়লাভ

0
724

তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের প্রস্তুতি হিসেব বৃহস্পতিবার পাবনার চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে চাটমোহর ক্রিকেট একাডেমী জয়লাভ করেছে।

তারা ১১ রানে তরুণ ক্রিকেটার্স পাবনাকে পরাজিত করে।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তরুণ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত২৫ ওভারে ৬ উইকেটে চাটমোহর ক্রিকেট একাডেমী সংগ্রহ করে ২২১ রান।

তৃপ্ত ও শাহীনের ব্যাটে শক্ত পুজি পায় চাটমোহর ক্রিকেটএকাডেমীদলের পক্ষে সর্ব্বোচ্চ ৫৭ রান তৃপ্ত। শাহীনের ব্যাট থেকে আসে ৫৩ রান ও সাব্বির করে ১৯ রান।

২২২ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেটে ২১০ রান করতে সমর্থ হয় তরুণ ক্রিকেটার্সের খেলোয়াড়রা। ফলে চাটমোহরের কাছে তাদের হারতে হয় ১১ রানে। তরুণ ক্রিকেটার্স পাবনার গালিব ৩টি ও রাশেদ ২টি উইকেট লাভ করে। চাটমোহর একাডেমীর পক্ষে ফজলুল হক ৩টি ও সোহাগ ২টি উইকেট লাভ করে।