ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট প্রয়াত প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

প্রয়াত প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

0
494

বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তণ প্রতিমন্ত্রী প্রয়াত প্রমোদ মানকিনের কবরে বিসিএ, ঢাকা ক্রেডিট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের বিভিন্ন নেতৃবৃন্দ তার কবরে শ্রদ্ধ নিবেদন করেন এবং তার নিজ বাস ভবনে এক স্মরণ সভার আয়োজণে অংশ নেয়।

১১ মে, ময়মনসিংহের হালয়াঘাটে তাঁর নিজ এলাকায় এই আয়োজন করা হয়।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রেসিডেন্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের সচিব নির্মল রোজারিও বলেন, ‘আজ আমাদের এই প্রিয় নেতাকে লক্ষ মানুষ স্মরণ করছে। তিনি শুধু গারো নয় সকল খ্রিস্টানদের নেতা ছিলেন। সচিবালয়ের সকল মানুষ তাকে এক বাক্যে ভাল বলে।’

আগামি নির্বাচনে আমরা জুয়েল আরেংকে একজন এমপি হিসেবে দেখতে চাই এবং সেখানে আপনাদের সকলের সমর্থন চাই এবং তার পিতার অসমাপ্ত কাজ যেন শেষ করতে পারেন, এই কথা বলেন নির্মল রোজারিও।

প্রতি রবিবার গির্জায় যেতেন এবং রোজারি মলা সর্বদা নিজের কাছে রাখতেন। প্রমোদ দা আমাদের মধ্যে তার কাজের মধ্য দিয়ে হাজার বছর বেঁচে থাকবেন এ কথা বলেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত কোড়াইয়া।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ বলেন, ‘প্রমোদ দার সাথে আমরা একত্রে কাজ করেছি, তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সাথে কাজ করে গেছেন।’
ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভদ্র ¤্রং বলেন, ‘প্রমোদ দার সততা ও নিষ্ঠার যে আদর্শ রেখে গেছেন তা আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগায়।’

প্রমোদ মানকিনের স্ত্রী মমতা আরেং সকলকে ধন্যবাদ জানান এই স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্য।
এ ছাড়া এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিন জন ফাদার, তিন জন সিষ্টার, বিসিএ’র বনানী শাখার সভাপতি সেবাষ্টিন বাড়ৈ, লক্ষীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রে, রমনা শাখার অর্গানাইজ সেক্রেটারি ক্লেমেন্ট ঢালী, ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি জন গমেজসহ প্রায় পাঁচশ জনগণ।

প্রমোদ মানকিনকে স্মরণীর করে রাখার জন্য ‘হৃদয় অঞ্জলি’ নামে একটি স্মরণিকা বের করা হয়।

এ ছাড়া সকাল থেকে প্রায় বিশটি সংগঠনের নেতৃবৃন্দ তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিন বিকালে হালুয়াঘাটে আওয়ামী লীগের নেতৃবৃন্দের আয়োজনে এক বিশাল স্মরণ সভার আয়োজন করা হয়।