শিরোনাম :
প্লট বিক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা কর্তৃক গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের মঠবাড়ী মৌজাস্থ তেতুঁইবাড়ী এলাকায় সুলভ মূল্যে অনেকগুলো প্লটের মধ্যে বর্তমানে মাত্র তিনটি প্লট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রয় করা হবে। আগ্রহী ক্রেতাদের অতি সত্বর নিন্মলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ-
রতন পি. কস্তা
সহকারী ম্যানেজার-ইনচার্জ
রিয়েল এস্টেট বিভাগ
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা
রেভাঃ ফাঃ চালর্স জে. ইয়াং ভবন
১৭৩/১/এ, পূর্ব তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫।
মোবাইল নং-০১৭০৯৮১৫৪১৫
টেলিফোন নম্বরঃ ৯১৩৯৯০১-২, ৯১২৩৭৬৪, ৫৮১৫২৬৪০, ৫৮১৫৩৩১৬
সমবায়ী শুভেচ্ছান্তে,
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসি ইউ লি:, ঢাকা।