ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি প্রদান (ভিডিও)

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি প্রদান (ভিডিও)

0
689

ডিসিনিউজ ॥ ঢাকা

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে মেধবী শিক্ষার্থী মিষ্টি রায়কে। তিনি সরকারি নেত্রকোণা মেডিকেল কলেজে এমবিবিএস-এ ভর্তির সুযোগ পেয়েছেন।

এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মিষ্টি রায় শিক্ষাবৃত্তি পেয়ে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠান ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ডিসিনিউজকে বলেন, ‘আমার বাবা করোনা মহামারির কারণে গত এক বছর ধরে বেকার। ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি পেয়ে আমার পড়াশোনার জন্য অনেক উপকার হয়েছে। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে আমাকে শিক্ষা বৃত্তি দেওয়ায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

২০২০ সনের ৭ ডিসেম্বর ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন নিবন্ধন লাভ করে। এই ফাউন্ডেশনের কার্যক্রম হচ্ছে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সমবায়ের ওপর গবেষণা কাজে উদ্যোগীদের উৎসাহিত করা, কারিগরি শিক্ষা তহবিল প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক কাজে সহযোগিতা। এ ছাড়া সমবায়ে বিশেষ অবদানের জন্য উৎসাহিত করা ও নানা সমাজহিতৈষী কাজে অবদান রাখা।

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা জানান, মেডিকেল শিক্ষার্থী মিষ্টি রায় সর্বপ্রথম ব্যক্তি যিনি চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়েছেন। তিনি আশা করেন, মিষ্টি রায় যে বৃত্তির পেয়েছেন, তা ডক্টর হিসেবে ক্যারিয়ার গঠনে ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে ঢাকা ক্রেডিটের নির্মিয়মান ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালে চিকিৎসক হিসেবে সেবা দিয়ে সমাজে অবদান রাখবেন।

ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট ও ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ফাউন্ডেশন থেকে মিষ্টি রায়কে বৃত্তি প্রদান করতে পারায় সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের অন্যতম কয়েকটি লক্ষ্যের মধ্যে একটি হচ্ছে মেধাবীদের বৃত্তি প্রদান। মিষ্টি রায়কে বৃত্তি প্রদান করে ফাউন্ডেশন যে শুভ যাত্রা শুরু করেছে তার সাফল্য কামনা করি। আশা করি আমরা ভবিষ্যতে ব্যাপক পরিসরে শিক্ষা বৃত্তি প্রদান করতে পারবো।’