ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফাদার ভোর্ডি ও ফাদার লেহান স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফাদার ভোর্ডি ও ফাদার লেহান স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
565

সুবর্ণ পাথাং ॥ শ্রীমঙ্গল

ফুলছড়াই ব্যাপক‌ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ফাদার ভোর্ডি সিএসসি ও ফাদার লেহান সিএসসি  স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া গারো লাইনের মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় ফুলছড়া মারিয়া স্পোর্টিং ক্লাব বনাম কালিঞ্জিপুঞ্জি স্পোর্টিং ক্লাব। কালিঞ্জিপুঞ্জি ০২-০১ গোলের ব্যবধানে ফুলছড়া মারিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।  উক্ত খেলার ফলাফল কালিঞ্জিপুঞ্জি ০২ ও ফুলছড়া মারিয়া স্পোর্টিং ক্লাব ০১। 

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব প্রেমসাগর হাজরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মজিবুর রহমান (মুজুল), চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রীমঙ্গল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল শাখার স্ট্যার্ন্ডাড ব্যাংক লি.এর ম্যানেজার জনাব এটিএম খাইরুল ইসলাম, নটর ডেম জুনিয়র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার দিগন্ত চাম্বুগং সিএসসি, ইউনাইটেড কম্পিউটার ও ট্টেনিং সেন্টার চেয়ারম্যান সুমন দেববর্মা, সেন্ট যোসেফ ক্রেটিট ইউনিয়নের চেয়ারম্যান ডমিনিক সরকার রনি, বৃহওর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি ফিলা পওমী, ফুলছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি বাবু লক্ষণ বাউরী, ফুলছড়া গারো লাইনের বড় মাতব্বর মেরু হাগিদক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি পংকজ কন্ড, আয়োজক কমিটির সভাপতি মি.সামুয়েল হাজং প্রমুখ।

ফুটবল খেলার পাশাপাশি আয়োজক কমিটির পক্ষ থেকে আনন্দ লটারী ছাড়া হয়। আনন্দ লটারী ফাইনাল খেলার পরই দ্র অনুষ্ঠিত হয়।

চন্দ্রনাথ সরকারি স্কুলের প্রধান শিক্ষক  জহর তরফদার খেলার শুরুতে  ফাদার ভোর্ডি ও ফাদার লেহানের জীবনী ও শ্রীমঙ্গলের পালকীয় কর্মধারা সংক্ষিপ আকারে তুলে। যার ফলে তাদের নামে এই স্মৃতি ম্যাচটি উদ্দেশ্যর উপস্থিত দর্শকগণ জানতে পারেন।

গত ০১ সেপ্টেম্বর রোববার শুরু হয়েছিল ২৮টি টিম অংশগ্রহণের মধ্য দিয়ে। সবগুলো খেলা নক আউট সিস্টেমে পরিচালিত হয় বাফুফের রেফারী সুকুমার দাশের অধীনে।