ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফুলছড়া ক্রেডিট বিষয়ে সাপ্তাহিক আলোচনা সভা

ফুলছড়া ক্রেডিট বিষয়ে সাপ্তাহিক আলোচনা সভা

0
337

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে  ২৩ মার্চ,  বিকাল টায় ‘ফুলছড়া শিশু শিক্ষা কেন্দ্রে’ সেন্ট-যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি, এর সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত।

এদিন সেন্ট-যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সিদ্বান্ত নেয় প্রত্যেক গ্রাম-পুঞ্জিতে স্থানীয় একজন কাল্টেকটর নিয়োগ দেওয়া হবে। এই কাল্টেকটর প্রতি সপ্তাহে সদস্যদের কাছ থেকে টাকা উওোলন করবে অথবা সদস্যরা যখন খুশি তখনই টাকা জমা দিতে পারবে। ক্রেডিট ইউনিয়ন কাল্টেকটরকে কিছু পারিশ্রমিকও দিবে বলে জানা যায়। ক্রেডিটের কর্মকর্তারা বলেন, অনেক দূর থেকে টাকা উওোলন করা অফিস স্টাফদের জন্য বিপদজনক হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে ছোটখাটো ডাকাতি চলছেই ।

উল্লেখ্য, গত মাসেই কুলাউড়াতে একজন মিশনারী অব চ্যারিটি সিস্টার মেডলিনকে কুপিয়ে জখমসহ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বিত্তরা। এ ছাড়াও এই ক্রেডিট ইউনিয়নের অফিস স্টাফ সুমন গমেজ সদস্যদের টাকা উওোলনের উদ্দেশে হবিগঞ্জ যায় এবং নিখোঁজ হয়।

এ সময় একজন সদস্য আশিষ দিও প্রস্তাব রাখেন, ‘আরো অনেক সদস্য বাড়ানো সম্ভব যদি ট্রেনিং বা সেমিনার করা হয়। কারণ ক্রেডিট বিষয়ে এখনো অনেকে অনেক কিছুই জানেনা। দিন দিন বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নেওয়ার আগ্রহ মানুষের বাড়ছে কিন্ত কোনো লাভ পাচ্ছে না। আবার বেশি করে সুদও আদায় করছে বলে দেখা যায়।’

এ দিন আলোচনা সভায় উপস্তিত ছিলেন স্থানীয় কাটিখিষ্ট, শিক্ষক-শিক্ষিকা, ক্রেডিট ইউনিয়নের স্টাফ, স্হানীয় মাতব্বর এবং ক্রেডিট ইউনিয়নের সদস্যগণ ছাড়াও স্হানীয় গণ্যমান্য বক্তিবর্গ।

আরবি.আরপি.২৪ মার্চ, ২০১৮