শিরোনাম :
বড়দিন ও ইংরেজি নববর্ষের নিরাপত্তায় সরকারের সাথে কথা বলেছেন খ্রিষ্টান নেতৃবৃন্দ
ডিসিনিউজবিডি।। ঢাকা
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন এবং থার্টি ফাষ্ট নাইট এর নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে দেখা করে কথা বলেছেন খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
৮ ডিসেম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র নেতৃত্বে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টা ল্যাপ্টেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করেন ও আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষের (থার্টি ফাষ্ট নাইট) নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ডিসিনিউজকে বলেন, ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান। দেশের এই পরিস্থিতিতে আমরা খ্রিষ্টানরা যেন নির্বিগ্নে যীশু খ্রীষ্টের জন্মোৎসব পালন করতে পারি সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি।
“আমরা সরকারকে জানিয়েছি, যে সমস্ত এলাকায় খ্রিষ্টান ধর্মীয় মানুষেরা বসবাস করে সেই এলাকাগুলোতে বড়দিনের আগের রাত থেকে নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর টহল বাড়ানো, সম্প্রতি যে সমস্ত এলাকায় খ্রিষ্টান প্রতিষ্ঠানে সমস্যা হয়েছে সেগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা ও সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেছি।” বলেন কোড়াইয়া
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে বড়দিন ও ইংরেজি নববর্ষ (থার্টি ফাষ্ট নাইট) অনুষ্ঠান নির্বিগ্নে পালন করতে পারবো এবং এর জন্য যত ধরণের নিরাপত্তার প্রয়োজন সেটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় পর্যায়ে প্রতিটি গির্জার পুরোহিতের সাথে যোগাযোগ করে স্থানীয় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিৎ করবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্ম সচিব সুব্রত হাজরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, ব্রা²ণবাড়িয়া শাখার সেক্রেটারি মলয় নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনার শেষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে বড়দিনের কেক কেটে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা, আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী ও সকলের সাথে নেতৃবৃন্দ বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।