ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বনপাড়ায় আহ্বান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বনপাড়ায় আহ্বান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
484

‘যুগে যুগে মানব -মানবীর জন্য ঈশ্বরের মহান পরিকল্পনা ‘ মূলসুরকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশের বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত আহ্বান বিষয়ক সেমিনার।

বাংলাদেশ কনফারেন্স অব রিলিজিয়াস (বিসিআর)এর আয়োজনে ১২-১৩ মে বনপাড়া ও পাশ্ববর্তী ধর্মপল্লীর ৩৫০ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ খ্রীষ্টমন্ডলীতে সেবাদানরত ধর্মপ্রদেশীয় যাজক, ব্রতধারী যাজক ,বিভিন্ন ধর্মসংঘের ১৮টি সম্প্রদায়ের ব্রতধারী-ব্রতধারিণী তাদের নিজ নিজ সম্প্রদায় প্রতিষ্ঠা, লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম কর্মক্ষেত্রে তুলে ধরেন।

ফাদার রকি যোসেফ কস্তা ওএমআই’র পৌরহিত্যে রবিবাসরীয় খ্রীষ্টযাগের মধ্য দিয়ে দিনব্যাপী সেমিনার শুরু হয়।

ফাদার রকি কস্তা বলেন, ‘পূন্যপিতা পোপ মহোদয় আহ্বান দিবস উপলক্ষ্যে যে বাণী দিয়েছেন তার আলোকে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে: শ্রবন করা,সিদ্ধান্ত নেওয়া ও সেই অনুসারে জীবন যাপন করা।এ সেমিনারের মাধ্যমে তা আমরা বুঝতে পারবো।তিনি আরো বলেন,’দীক্ষাস্নানের গুণে আমরা সবাই মিশনারী কাজে দায়িত্ব পাই।পরিবার হলো আহ্বানের মূলক্ষেত্র।তাই পারিবারিক শিক্ষাদানই আহ্বানের ভিত্তি।

বাংলাদেশ কনফারেন্স অব রিলিজিয়াস -এর আহ্বায়ক ফাদার অপু সলোমন রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘মাল্ডলীক সেবাকাজে যুবক-যুবতীরা যেন নিজেদের আহ্বান আবিষ্কার করতে পারে এই লক্ষ্যে আমাদের এ আয়োজন ।যুবক যুবতীদের আহ্বান বুঝতে সাহায্য করা ও অনুপ্রাণিত করা পরিবার ও আমাদের সকলের দায়িত্ব রয়েছে।’

সেমিনারে ধর্মপ্রদেশীয় যাজক, ব্রতধারী যাজক ,ব্রতধারী -ব্রতধারিণী মোট ৪০জন উপস্থিত ছিলেন।

আরবি.আরপি.১৪ মে, ২০১৮