ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বনপাড়ায় শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খ্রিস্টান ছাত্র সংগঠনের রজত জয়ন্তী অনুষ্ঠিত

বনপাড়ায় শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খ্রিস্টান ছাত্র সংগঠনের রজত জয়ন্তী অনুষ্ঠিত

0
759

বনপাড়ায় শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খ্রিস্টান ছাত্র সংগঠনের রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়।

ঢাকাস্হ বনপাড়া খ্রিস্টান ছাত্র সংগঠনের আয়োজনে ২ও ৩ এপ্রিল বনপাড়া লূর্দের রানী মা মারীয়ার গীর্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ১২তম শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রতিভার উন্মেষ’ ও সংগঠনের রজত জয়ন্তী উৎসব।

দুইদিনব্যাপী অনুষ্ঠানে প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠান,ছড়া গান, দেশাত্মবোধক গান,রবীন্দ্র সংগীত, লালন গীতি,আধুনিক গান, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয় প্রতিযোগীরা ।

দ্বিতীয় দিনের আয়োজনে ছিল নৃত্য প্রতিযোগীতা, জুবিলী অনুষ্ঠান, প্রতিযোগীতার ফলাফল ও পুরস্কার বিতরণী।

বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত বিকাশ হিউবার্ট রিবেরু প্রতিযোগীতার উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে প্রতিযোগীতা শুরু হয়।

দ্বিতীয় দিনে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও ডিডি ‘র প্রধান পৌরহিত্যে অর্পিত খ্রীষ্টযাগের পরপরই সংগঠনের পক্ষে রালী  আয়োজন করা হয়।

এদিন সংগঠনের প্রাক্তন কার্যকরী পরিষদের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও ডিডি।আরো উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু,বনপাড়া খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু কোড়াইয়া,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেলিয়াস মিলন ডি ক্রুজ, সংগঠনের জুবিলী কমিটির আহ্বায়ক শেখর কোড়াইয়া, সংগঠনের সদস্যবৃন্দ এবং বনপাড়ার খ্রীষ্টভক্তরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশপ জের্ভাস বলেন, ‘বনপাড়া খ্রিষ্টান ছাত্র সংগঠন আজ ২৫ বছরের জুবিলী পালন করছে ।আমি অভিনন্দন জানাই এ সংগঠনকে ।এ সংগঠনের আয়োজিত ‘প্রতিভার উন্মেষের’ মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে পারব।’

তিনি আরো বলেন, ‘আমাদের মানবীয় উন্নয়ন যেন প্রকাশ পায় আমাদের মনোভাবে ,আচরণে ।এই  প্রতিভা ছড়িয়ে পড়ুক জাতীয় পর্যায়ে -এই প্রত্যাশা করি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেলিয়াস ক্রুজ বলেন,’আমি সংগঠন প্রতিষ্ঠা করেছি তবে আমি অনেকের সহযোগীতা ও পেয়েছি।এই সংগঠনের মাধ্যমে ঢাকাস্হ খ্রিষ্টান ছাত্র -ছাত্রীরা উপকৃত হচ্ছে।আমি এর সমৃদ্ধি কামনা করি।’

বনপাড়া ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু কোড়াইয়া বলেন, ‘ছাত্র -ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের লক্ষে এই আয়োজন ।তাদের সুপ্ত প্রতিভা কে বিকশিত করে সাংস্কৃতিক অঙ্গনে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ক্রেডিটে ইউনিয়ন সহযোগীতা করবে।

এরপর সকল শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরবি.আরপি. ৫ এপ্রিল, ২০১৮