শিরোনাম :
বনপাড়া ধর্মপল্লীতে প্রদান করা হলো পবিত্র খ্রিষ্টপ্রসাদ সংস্কার
দীর্ঘ তিন মাস ব্যাপি আধ্যাত্নিক প্রস্তুতির পর ৬ অক্টোবর বনপাড়া ধর্মপল্লীতে প্রদান করা হলো পবিত্র খ্রিষ্টপ্রসাদ সংস্কার। পবিত্র খ্রিষ্টপ্রসাদ সংস্কার গ্রহণকরার মধ্যদিয়ে আমরা যারা খ্রিষ্টবিশ্বাসী আমরা প্রত্যেকেই যীশুকে আমাদের অন্তরে গ্রহণ করি। এইদিনে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বিকাশ এইচ. রিবেরু এবং তার সাথে ছিলেন আরো সাত জন পুরোহিত।
খ্রিষ্টযাগের উপদেশে ফাদার পল রোজারিও বলেন, মন্ডলীর পবিত্র সংস্কারগুলো গ্রহণকরার মধ্যদিয়ে আমার প্রত্যেকেই পবিত্র হয়ে উঠি আর খ্রিষ্টপ্রসাদে যীশু নিজেকে দান করেন আমাদের আত্নার জীবন ও আহার হবার জন্য। খ্রিষ্টপ্রসাদ বা কম্যুনিয়ন হলো আমাদের বিশ্বাসের ও আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। অন্যদিকে তিনি আরো বলেন, খ্রিষ্টপ্রসাদ মন্ডলীর জীবনের হৃদপিন্ড। এর মধ্যে খ্রিষ্ট তাঁর মন্ডলীর ও সকল সদস্যদের প্রশংসার বলি, কৃতজ্ঞার বলি, একবার চূড়ান্তভাবে পিতার নিকট ক্রুশের উপর বলিকৃত হয়েছেন। এই বলিদানে তিনি পরিত্রাণের কৃপাসকল তাঁর দেহে অর্থাৎ মন্ডলীতে সিঞ্চন করেন। বনপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৭২ জন ছেলে-মেয়ে প্রথমবারের মতো পবিত্র খ্রিষ্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। (বরেন্দ্র দূত)