ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বনপাড়া ক্রেডিটের চেয়ারম্যান নির্বাচিত সুব্রত রোজারিও, জেনারেল সেক্রেটারি শিল্পী ক্রুশ

বনপাড়া ক্রেডিটের চেয়ারম্যান নির্বাচিত সুব্রত রোজারিও, জেনারেল সেক্রেটারি শিল্পী ক্রুশ

0
423


ডিসিনিউজ || বনপাড়া

বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (বনপাড়া ক্রেডিট)-এর নির্বাচন অনুষ্ঠিত হয় ৬ নভেম্বর। এতে চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে সুব্রত রোজারিও ও শিল্পী ক্রুশ।
পরিবর্তনের প্রত্যাশায় শ্লোগানে বিজয়ী চেয়ারম্যান-এর সুব্রত-প্রদীপ-শিল্পী-সনি-কাজল-আনন্দ পরিষদ ভোটের মাঠে লড়াই করে বাবলু-মহাবীর-কাকলী-অনিল-শান্ত-ইউজিন পরিষদের বিরুদ্ধে। সুব্রত-প্রদীপ-শিল্পী-সনি-কাজল-আনন্দ পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রদীপ পেরেরা ও ক্রেডিট কমিটির সেক্রেটারি প্রার্থী সন্ধ্যা পিরিছ বাদে নির্বাচনে সকলেই জয়ী হন।
চেয়ারম্যান পদের জন্য টেবিল প্রতীক নিয়ে বাবলু রেনাতোস কোড়াইয়া ভোট পান ১ হাজার ১১৭ এবং একই পদে চেয়ার প্রতীক নিয়ে সুব্রত রোজারিও পান ১ হাজার ২২৯ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদের জন্য চশমা প্রতীক নিয়ে মহাবীর গমেজ ১ হাজার ১৮০ ভোট পান। একই পদে বই প্রতীক নিয়ে প্রদীপ পেরেরা পান ১ হাজার ১২৭ ভোট।
জেনরারেল সেক্রেটারি পদের জন্য দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে কাকলী রোজারিও পান ১ হাজার ১১৩ ভোট এবং একই পদে মাছ প্রতীক নিয়ে শিল্পী ক্রুশ পান ১ হাজার ২০০ ভোট।


ভোটে পাশ করার পর সুব্রত রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘সমিতির মূলধন বৃদ্ধি ও সদস্যদের চাহিদা পূরণে আমরা কাজ করবো।’ তিনি জানান, বনপাড়া সমিতিতে নির্বাচন করার জন্য তিনি এক বছর আগে প্রত্যেক গ্রামে স্টিয়ারিং কমিটি গঠন করেন। সেসব স্টিয়ারিং কমিটি অক্লান্ত পরিশ্রম করার ফলে নির্বাচনে তাঁদের পরিষদের বেশির ভাগ সদস্য জয়ী হন। তাঁরা বনপাড়া ক্রেডিটের সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।