ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বরিশালে বাণিজ্য মেলায় বাহারি বৈচিত্র্য!

বরিশালে বাণিজ্য মেলায় বাহারি বৈচিত্র্য!

0
1590

বরিশাল জেলার ক্রীর্তনখোলা নদীর নিকটবর্তী মুক্তিযোদ্ধা পার্কসংলগ্নে আয়োজন করা হয়েছে বানিজ্য মেলা ২০১৮।

বিশেষ্ট রাজনীতিবিদ সেরানিয়াবাদ সাদিক আবদুল্লাহ ও রাজনৈতিক নেতাক্রর্মিদের সমন্বয়ে এবং তাদের যৌথ উদ্দ্যগে এই বানিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়।

আগামি ১মাস এই বানিজ্য মেলা পরিচালিত হবে, যার প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ১০টাকা। মেলায় রয়েছে বিনোদনসহ নতুন নতুন পন্য ও দ্রবের সমাহার। রয়েছে নাম অজানা বিভিন্ন খাবার আর অনেক কিছু,পন্য ক্রয়ের জন্য রয়েছে ১০% প্রর্যন্ত ছাড়সহ আরো অনেক ধরনের সুবিধা।

শিশুদের জন্য রয়েছে মন মাতানো বিভিন্ন খেলনা, পোশাকসহ নাগোর দোলনায় চড়ার আনন্দ।বড়দের জন্য সার্কাস, পুতুলনাচ, ম্যাজিক শো।

মেলার ভিতরে সুন্দর মনোরম পরিবেশ এবং পাশেই উন্মুক্ত কির্তনখোলা নদী মনোরম বৈচিত্র্য।

এরই মধ্যে অসংখ্য মানুষ তাদের পরিবারদের নিয়ে একটু আনন্দ ও বিনোদনের জন্য ভীর জমাচ্ছে এই বানিজ্য মেলাতে এবং সাথে তারা পাচ্ছেন কম মূল্যে তাদের পছন্দের পন্য সামগ্রী, তাই সবার কাছে বানিজ্য মেলাটি হয়ে উঠেছে প্রফুল্ল ও আনন্দদায়ক।

আরবি.আরপি. ২৬ এপ্রিল, ২০১৮