ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশের মানবতার প্রশংসা মিয়ানমারের কার্ডিনাল চালর্স মং বো’র

বাংলাদেশের মানবতার প্রশংসা মিয়ানমারের কার্ডিনাল চালর্স মং বো’র

0
483
বাংলাদেশের মানবতার প্রশংসা মিয়ানমারের কার্ডিনাল চালর্স মং বো’র

 

|| ডিসি নিউজ ||

বাংলাদেশের মানুষদের মানবতাবোধের প্রশংসা করেছেন মিয়ানমারের কার্ডিনাল চার্লস মং বো।  একই তিনি সাথে মিয়ানমারের ইয়াঙ্গুনের আর্চবিশপ ও এশিয়ার কাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ (৩১ জুলাই) ঢাকার তেজগাঁও গির্জায় তিনি পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন। তার সাথে ছিলেন ২৮ জুলাই বাংলাদেশে সফরে আসা কারিতাস ইন্টারন্যাশনালিজের প্রেসিডেন্ট কার্ডিনাল এ্যন্টনিও তাগলে এবং ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। খ্রিষ্টযাগে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য বক্তিবর্গসহ প্রায় এক হাজার খ্রিষ্টভক্ত।

আরো পড়ুন: ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৩৭ যুবক-যুবতী

পবিত্র খ্রিষ্টযাগে কার্ডিনাল চালর্স মং বো আরো বলেন, ‘বাংলাদেশ মণ্ডলীতে  অনেক চ্যালেঞ্জ রয়েছে, তারপরও বিশ^াসের শক্তিতে খ্রিষ্টভক্তরা সেটা অতিক্রম করছেন।’

তিনি বাংলাদেশের খ্রিষ্টভক্তদের উদ্দেশে বলেন, ‘শান্তি স্থাপনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি ও কার্ডিনাল এ্যন্টনিও তাগলে বাংলাদেশে এসেছি শান্তির তীর্থযাত্রী হিসেবে। এশিয়ার মণ্ডলীকে হতে হবে শান্তির প্রবক্তা।’

মিয়ানমারের কার্ডিনাল বাংলাদেশের সকল জনগণ ও সরকারের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের মানুষ ধনী নয়, কিন্তু এদেশের মানুষ স্মরণার্থীদের আশ্রয় দিয়েছে, মানবতা দেখিয়েছে, কারণ তাদের হৃদয় বিশাল। আমি বাংলাদেশের মানুষ ও সরকারের প্রশংসা করি।’

খ্রিষ্টযাগের আগে ঢাকা কাথলিক মহাধর্মপদেশের পক্ষে কার্ডিনাল এ্যন্টনিও তাগলে ও কার্ডিনাল চার্লস মং বোকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।

২৮ জুলাই বাংলাদেশে সফরে আসা কার্ডিনালদ্বয় ২৯ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা স্মরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। কার্ডিনাল এ্যন্টনিও তাগলে কাথলিক মণ্ডলীর সামাজিক সংস্থা কারিতাস বাংলাদেশের রোহিঙ্গা স্মরণার্থীদের মাঝে কর্মকান্ড দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। কার্ডিনাল চার্লস মং বো ২০ জন রোহিঙ্গার সাথে বার্মিজ ভাষায় কথা বলেছেন। তিনি জানতে চান রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চান কিনা, স্মরণার্থী রোহিঙ্গারা বলেছেন, তারা ফিরে যেতে চান।

প্রসঙ্গত, ২০১৭ খ্রিষ্টাব্দের ২৫ আগস্ট নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে এদেশে সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা স্মরণার্থী উখিয়ায় আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গাদের সাহায্যে বিভিন্ন দেশী-বিদেশী সাহায্য সংস্থার সাথে কারিতাস বাংলাদেশও দৃশ্যমান অবদান রেখে যাচ্ছে।

এসসি/আরপি/৩১/০৭/২০১৯

সফল রেন্ট-এ কার ব্যবসায়ী আলফ্রেডের গল্প

টিনের ঘর থেকে অট্টালিকা

ঘরে বসে অনলাইনে আয় করছেন খ্রীষ্টিনা

খেলাপী ঋণের অসুবিধা